করোনামুক্ত হলেন স্বপ্না-শামসুন্নাহাররা

বাংলাদেশ নারী ফুটবল দলদিনকয়েক আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৪ নারী ফুটবলার। আশার কথা, তারা সবাই সেরে উঠেছেন। মঙ্গলবার করা কোভিড-১৯ পরীক্ষার ফল আজ (বুধবার) এসেছে। তাতে সবারই করোনামুক্ত হওয়ার খবর মিলেছে।

করোনামুক্ত হয়ে স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না ফিরে গেছেন তার ক্লাব বসুন্ধরা কিংসে। আর বাকি তিনজন- রেহানা আক্তার, শামসুন্নাহার ও আনাই মোগিনি আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আবাসিক ক্যাম্পে।

মেয়েদের এবারের ক্যাম্পে ৩৪ জন খেলোয়াড় আছেন। এরমধ্যে দুজন বাদে সবাই খেলছেন লিগে।

স্বপ্নাসহ অন্য তিনজন করোনায় আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে। তবে এবার পরীক্ষায় নেগেটিভ আসায় এখন তারা আবারও অনুশীলনে ফিরতে পারবেন।

জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের মেয়েরা এখন সবাই সুস্থ। দুই স্টাফও করোনামুক্ত হয়েছেন। তাদের আজই করোনা নেগেটিভ ফল এসেছে। এখন তারা অনুশীলনে ফিরতে পারবে। এছাড়া তো কিছু করার নেই। করোনাকে মেনে নিয়েই সবাইকে পথ চলতে হবে।’