সমান তালে লড়েও জয় পায়নি মুক্তিযোদ্ধা

দুই গাম্বিয়ান ওমর জোবে ও সলোমন কিংয়ের মধ্যে রসায়নটা ছিল দেখার মতো। দুজনেই গোল পেয়েছেন দুই অর্ধে। আর তাতে প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারের তিক্ত স্বাদ দিয়েছে শেখ জামাল ধানমন্ডি। শফিকুল ইসলাম মানিকের দল জিতেছে ২-১ গোলের ব্যবধানে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে শেখ জামালের সঙ্গে সমান তালে খেলার চেষ্টা করেছে মুক্তিযোদ্ধা। কিন্তু গোল পায়নি। ম্যাচের ৩২ মিনিটে মুক্তিযোদ্ধার ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড ক্রিস্টিয়ান বেকামেঙ্গের ব্যাক ভলি চলে যায় দূরের পোস্ট দিয়ে।

তার ৬ মিনিট পরই প্রথম গোল পায় শেখ জামাল। দুই গাম্বিয়ানের রসায়নেই আসে এই গোল। সলোমন কিংয়ের কাটব্যাক থেকে ওমর জোবে বাঁ পায়ে প্লেসিং করে দলকে এগিয়ে নেন।

বিরতির পর অবশ্য আক্রমণে এগিয়ে যায় শেখ জামাল। তাতে গোলও পেয়ে যায় তারা। ৬০ মিনিটে সলোমন কিং একক প্রচেষ্টায় গোল করে মুক্তিযোদ্ধাকে আরও পিছিয়ে দেন। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান তিনি।

দুই গোলে পিছিয়ে থেকে মুক্তিযোদ্ধা ম্যাচে ফেরার চেষ্টা করেছিল এর পর। কিন্তু এক গোলের বেশি পায়নি। বেশ কিছু সুযোগ মিস হওয়ার পর যোগ করা সময়ে মেহেদী হাসান হেডে গোল করলে সেটি ব্যবধান কমায় মাত্র।