বসুন্ধরায় আবারও ব্রাজিলিয়ান জাদু

বসুন্ধরা কিংসের মধ্যমণি বলতে হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়োকে। কোনও সময় বল বানিয়ে দিচ্ছেন, আবার গোলও করছেন। প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে জোড়া গোল আছে তার। এবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষেও জয়ের নায়ক এই ব্রাজিলিয়ান। তার দেওয়া একমাত্র গোলেই বসুন্ধরা ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাদার্সকে।

এ নিয়ে টানা তৃতীয় জয় পেলো অস্কার ব্রুজনের দল। বিপরীতে হ্যাটট্রিক হার দেখলো গোপিবাগের দলটি।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামটি এবার নিজেদের ভেন্যু করেছে বসুন্ধরা কিংস। নিজেদের মাঠে খেলা হলেও তাদের জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে।

ব্রাদার্সকে চেপে ধরে একের পর এক আক্রমণ করলেও গোল পেতে অনেক সময় লেগেছে বসুন্ধরার। এক রবিনিয়োই একাধিক গোলের সুযোগ পেয়েছেন। কিন্তু একটির বেশি গোল পাননি। প্রতিপক্ষের গোলকিপার তিতুমীর চৌধুরী দুর্দান্ত পারফর্ম করেছেন। ব্রুজনের দলের বেশ কয়েকটি প্রচেষ্টা নষ্ট করে দেন এই গোলকিপার।

১৬ মিনিটে মাহবুবুর রহমান সুফিলের পাস ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে রবিনিয়োর শট ফেরান গোলকিপার তিতুমীর চৌধুরী। চার মিনিট পর ফের্নান্দেজের পাসে রবিনিয়োর পা হয়ে পেয়ে যান আর্জেন্টাইন বেসেরা, কিন্তু এই স্ট্রাইকারের ব্যাক হিল লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির পর মোহাম্মদ ইব্রাহিম ও মতিন মিয়া একাদশে ফেরেন। তাতে বসুন্ধরার আক্রমণে তেজ বাড়ে। ৬০ মিনিটে বেসেরার শট পোস্টের বাইরে দিয়ে যায়। এর তিন মিনিট পর গোলের দেখা পায় বসুন্ধরা। বাইলাইন থেকে ইব্রাহিমের কাটব্যাকে বক্সের ভেতর অরক্ষিত অবস্থায় থেকে রবিনিয়ো প্লেসিং করে বল জড়িয়ে দেন জালে।

৮০ মিনিটে রাউল বেসেরার শট গোলকিপারের হাতে জমে গেলে গোল পাওয়া হয়নি। আর ৮৮ মিনিটে বক্সের প্রান্ত থেকে বেসেরার শট গোলকিপার ঝাঁপিয়ে রক্ষা করলে ব্যবধান বাড়েনি বসুন্ধরার। তাতে অবশ্য ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে কোনও অসুবিধা হয়নি ব্রুজনের দলের।