মেয়েদের আন্তর্জাতিক ম্যাচের আশা দেখালেন বাফুফে সভাপতি

অনেকদিন ধরে জাতীয় দলের নারী ফুটবলাররা খেলার বাইরে। সবশেষ ২০১৯ সালে ডিসেম্বরে নেপালে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলেছিল তারা। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলার ফিফার র‌্যাঙ্কিং থেকে ছিটকে পড়তে হয়েছে লাল-সবুজ দলকে। এখন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আন্তর্জাতিক ম্যাচ খেলার চেষ্টা করছে, এমনটি জানিয়েছেন সংস্থাটির সভাপতি কাজী সালাউদ্দিন।

সোমবার বাফুফে ভবনে এসেছিলেন মেয়েদের অভিভাবকরা। সেখানে তাদের উপস্থিতিতে কাজী সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের মেয়েরা সাফ ও এএফসির বয়সভিত্তিক প্রতিযোগিতায় ভালো করেছে। জাতীয় দল তো ১৬ ও ১৭ বছর বয়সীদের দিয়ে হয় না। এরা যতই ভালো খেলুক সিনিয়র খেলোয়াড়দের বিপক্ষে খেলা সম্ভব নয়। এজন্য আমরা সময় নিয়েছি। আমাদের মেয়েদের বয়স এখন ১৯। এখন তারা একটা পজিশনে এসেছে খেলার জন্য।’

আগামী ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার সূচি আছে। সেই প্রসঙ্গে সালাউদ্দিন বলেছেন, ‘আমরা ফেব্রুয়ারিতে খেলার জন্য উদগ্রী্ব। চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনাভাইরাসের সময় ছেলেদের দল পাওয়া যায় না, মেয়েদের দলের বিষয়ে সবাই বলেছে ভ্যাকসিন আসুক। এখনও কোনও দলকে রাজি করাতে পারিনি। আমরা বলেছি আমরা গিয়ে খেলবো। একটু ধৈর্য ধরেন। এক কিংবা দেড় মাসের মধ্যে ফল পাবেন।’