জীবনের বিশ্বকাপ বাছাইপর্বে খেলা অনিশ্চিত!

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ডান পায়ে ব্যথা পেয়েছিলেন জাতীয় দলের স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন। মাঝে কিছুটা সুস্থ হয়ে আবাহনীর হয়ে ফেডারেশন কাপও খেলেছেন। কিন্তু প্রিমিয়ার লিগের শুরুতে প্রথম ম্যাচের পর আবারও সেই পুরনো ব্যথা ফিরে এসেছে। যে কারণে এখন পর্যন্ত মাঠের বাইরে এই স্ট্রাইকার!

এখন লিগামেন্টের চোটের সর্বশেষ অবস্থা জানতে ভারতের কলকাতায় যাবেন জীবন। সেখানে যদি অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তাহলে ফুটবল থেকে অন্তত চার মাস বাইরে থাকতে হবে। সেক্ষেত্রে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বসহ জীবনের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে (আগামী জুনে) খেলাটা অনেকটাই অনিশ্চয়তায় পড়ে যাবে!

অবশ্য ঢাকার এমআরআই পরীক্ষা কিছুটা সন্দেহের জন্ম দিয়েছে। দুই রকম ফল এসেছে এখানকার পরীক্ষায়। সে জন্যই চোটের সবশেষ অবস্থা নিশ্চিত হতে তাকে ভারতে যেতে হচ্ছে। জীবন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি দুইবার এমআরআই করিয়েছি। দুইবারই ভিন্ন ফল এসেছে। এখন আগামী মাসে কলকাতায় যাবো। সেখানে পরীক্ষার পর যদি মনে হয় এসিএল অস্ত্রোপচার করতে হবে। তাহলে করে ফেলবো। সেক্ষেত্রে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব ও বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারবো না। তবে অস্ত্রোপচার না করতে হলে তখন হয়তো মাঠে ফেরার সুযোগ থাকবে।’