পুল নয় উন্মুক্ত পদ্ধতিতেই দল পছন্দ করতে পারবে মেয়েরা

মেয়েদের ফুটবলে পুল প্রথা চালুর গুঞ্জন উঠেছিল। তবে সেই গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি বলে প্রমাণিত হয়নি। আগামী ২৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া লিগে আদতে কোনও পুল প্রথাই থাকছে না। দল-বদল হবে উন্মুক্তভাবে। তেমন কথাই জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

অবশ্য গতবার মেয়েদের লিগে অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। জাতীয় দলের সব খেলোয়াড়কে দলে ভিড়িয়েই মুকুট জিতেছিল মাহমুদা শরীফা অদিতির দল। তাই লিগের মান নিয়ে তখন থেকেই উদ্বিগ্ন ছিল বাফুফে। সে কারণে এবার হয়তো সবাইকে নেওয়ার সুযোগ থাকছে না ক্লাবটির। অন্তত আরও দুটি ক্লাবের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা গড়ার ইঙ্গিত মিলেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও তেমন কথা বললেন বাংলা ট্রিবিউনকে, ‘পুল প্রথা করলে দেখা যাবে মেয়েরা ঠিকমতো পারিশ্রমিক পাবে না, ক্ষতিগ্রস্ত হবে। তাই উন্মুক্ত দলবদল হবে। তবে এবার একটি ক্লাব ইচ্ছে করলেও সবাইকে নিতে পারবে না। অন্তত আরও দুটি ক্লাব আছে যারা শক্তিশালী দল করতে যাচ্ছে। তাই আশা করছি আগের চেয়ে লিগের মান ভালো হবে।’

এবার মেয়েদের লিগে ১০টি দল অংশ নিচ্ছে। অংশ নিতে যাচ্ছে- বসুন্ধরা কিংস, জামালপুর কাচারিপাড়া একাদশ,
শেখ রাসেল ক্রীড়া চক্র, সদ্য পুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব, নাসরীন স্পোর্টিং ক্লাব, কুমিল্লা ইউনাইটেড, এফসি ব্রাহ্মণবাড়িয়া, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, মোনালিসা মহিলা স্পোর্টিং ক্লাব ও বাফুফে অনূর্ধ্ব-১৭ দল।

দলবদল ১০ মার্চ হতে ২০ মার্চ পর্যন্ত হবে। খেলা হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম অথবা আর্মি স্টেডিয়ামে।