লকডাউনে আবাহনীকে ঢাকায় খেলতে হচ্ছে না

আগামী ১৪ এপ্রিল এএফসি কাপে প্লে-অফ ম্যাচে আবাহনী লিমিটেডের মুখোমুখি হওয়ার কথা ছিল মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে। ম্যাচের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। কিন্তু সম্ভাব্য কঠোর লকডাউনের কারণে এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি ম্যাচটি পিছিয়ে ২১ এপ্রিল নিয়ে গেছে।

এরই সঙ্গে ম্যাচের ভেন্যুও বদলে গেছে! ঈগলসের বিপক্ষে ম্যাচটি আবাহনীকে কোনও নিরপেক্ষ ভেন্যু কিংবা মালদ্বীপে গিয়ে খেলতে হবে।

তবে আবাহনী লিমিটেড মালদ্বীপে গিয়ে খেলতে আগ্রহী নয়। নিরপেক্ষ ভেন্যু হিসেবে তাদের পছন্দ নেপাল। এরই মধ্যে নেপালের ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগও শুরু করেছে ঢাকার ঐতিহ্যবাহী দলটি। দলটির ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে রাতে এই প্রসঙ্গে বলেছেন,‘এএফসি আজ আমাদের জানিয়েছে ম্যাচটি নির্ধারিত সময়ে হচ্ছে না। তারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছে বাংলাদেশে আবারও লকডাউন আসতে যাচ্ছে। তাই তারা ম্যাচ পিছিয়ে অন্য ভেন্যুতে করতে চাইছে। তবে আমরা মালদ্বীপে না খেলে নেপালের মাঠে খেলতে চাই। এখন দেখি শেষপর্যন্ত কী হয়।’

এএফসি কাপে রয়েছে আবাহনীর উজ্জ্বল ইতিহাস। এক মৌসুম আগেও বাংলাদেশের ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে জোনাল সেমিফাইনালে খেলেছিল আকাশি-নীল জার্সিধারীরা।