সুপার লিগের দলগুলোকে নিষিদ্ধ করবে না উয়েফা!

সুপার লিগের ঘোষণার পর থেকেই কড়া হুঁশিয়ারি দিয়েছে উয়েফা। তারা বলেছে, এবারের চ্যাম্পিয়নস লিগ থেকে নিষিদ্ধ হতে পারে অংশ নিতে যাওয়া দলগুলো। কিন্তু রিয়াল মাদ্রিদ সভাপতি ও সুপার লিগের প্রথম চেয়ারম্যান ফ্লোরেন্তিনো পেরেজ শোনালেন অভয় বাণী! তিনি নিশ্চিত যে, এবারের আসর থেকে সুপার লিগে অংশ নেওয়া কোনও ক্লাবকেই নিষিদ্ধ করা হবে না।

একই সঙ্গে সমালোচনা করেছেন চ্যাম্পিয়নস লিগের বর্তমান ফরম্যাটেরও। তার মতে, এটা আকর্ষণীয় শুধু মাত্র কোয়ার্টার ফাইনাল থেকে। ফলে বড় ধরনের সংস্কার না হলে ক্লাবগুলো পতিত হয়ে যাবে!    

রবিবার সুপার লিগের ঘোষণার পরই এর সঙ্গে সম্পৃক্ত কেউ জনসম্মুখে এভাবে কথা বললো। একটি স্প্যানিশ টকশোতে পেরেজ বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগ আসলে কোয়ার্টার ফাইনাল থেকে আকর্ষণীয়, এর বাইরে নয়। আমরা ছোটদলগুলোর বিপক্ষে খেলি সেগুলো মোটেও দর্শক আকর্ষী হয় না। বিশেষ করে তরুণরা তখন অন্য বিষয় নিয়ে মেতে উঠে। তাই আমরা যদি এভাবে সব মৌসুমে চালিয়ে যাই, মঙ্গলবার ৫টি ম্যাচ, বুধবার ৫টি, তখন বিষয়গুলো অপ্রতিরোধ্য হয়ে দাঁড়াবে।’

এর পরেই তিনি এই লিগের মূল লক্ষ্যটা তুলে ধরেন, ‘এই ১৫টি ক্লাব একে অন্যের সঙ্গে খেললেই টাকা আসবে। পুরো বিশ্বে তখন এর চেয়ে আর ভালো কোনও শো হতে পারে না। ম্যানইউ বনাম ছোট ক্লাবের চেয়ে রিয়াল মাদ্রিদ-ম্যানইউ অথবা বার্সেলোনা-মিলান ম্যাচ আরও বেশি আকর্ষণীয়।’

চ্যাম্পিয়নস লিগ থেকে যে আয় আসে সেটা মোটেও স্বস্তিদায়ক নয় শীর্ষ ক্লাবগুলোর কাছে। সেই কথাও বলেছেন পেরেজ, ‘চ্যাম্পিয়নস লিগ থেকে যে আয়টা হয় তাতে আমরা শেষ হয়ে যাবো। বিশেষ করে এই এই করোনা কালে। কম দর্শক, কম অর্থ… এভাবে হলে সবাই শেষ হয়ে যাবো। বিশেষ করে বড় ক্লাব থেকে শুরু করে মধ্যমমানের ক্লাব, ছোট ক্লাব সবাই। আর চ্যাম্পিয়নস লিগের যে নতুন ফরম্যাট হয়েছে (পরিবর্তনটা হবে ২০২৪ সাল থেকে), সেটা চালু হতে হতে তখন আমরা সবাই শেষ হয়ে যাবো।’

এর পরেই উয়েফার হুঁশিয়ারি নিয়ে কথা বলেন পেরেজ, ‘চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়াল মাদ্রিদকে ওরা ছুঁড়ে ফেলবে না। এটা আমি নিশ্চিত। শুধু রিয়াল কেন, ম্যানসিটি বা কাউকেই নয়। আমি পুরোপুরি নিশ্চিত। এমনকি লা লিগা থেকেও করবে না।’