নিজেদের মাঠে চেলসির সঙ্গে ড্র করলো রিয়াল

সার্জিও রামোস গ্যালারিতে দাড়িয়ে দলের খেলা দেখছিলেন। আর ছিলেন উৎকন্ঠায়। উজ্জীবিত করার চেষ্টা করেছেন সতীর্থদের। তবে রামোসের দল রিয়াল মাদ্রিদ জিততে না পারলেও অন্তত ড্র করেছে। এটাই হয়তো নিজেদের মাঠে তার দলের জন্য স্বস্তি! মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

টমাস টুখেলের অধীনে দুর্দান্ত খেলছে চেলসি। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের জায়গায় দায়িত্ব নিয়ে অল ব্লুজদের চেহারাই বদলে দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগেও এর প্রভাব দেখার মতো। জিনেদিন জিদানের সঙ্গে টমাস টুখেলের অন্যরকম লড়াই ছিল। আগে চারবার এই দুজন কোচ মুখোমুখি হয়েছিলেন। কিন্তু টুখেলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি জিদান। এবারও জিদান পারেননি জিততে!

মধ্যমাঠে শক্তি বাড়িয়ে ৩-৫-২ ছকে নেমে শুরু থেকে চেলসির সঙ্গে পেরে উঠতে পারেনি রিয়াল মাদ্রিদ। কিছুটা দেখে শুনে খেলার প্রবণতা ছিল। রক্ষনাত্মকও মনে হয়েছে। ফারল্যান্ড মেন্ডি ও সার্জিও রামোসের অভাবটা বেশ অনূভুত হয়েছে। বরং ৩-৪-২-১ ছকে অল ব্লুজরা সুযোগ পেয়েই আক্রমণে উঠেছে।

image (18)আলফ্রেদো ডি স্টেফানোতে ম্যাচের ১০ মিনিটে চেলসির আক্রমণ। যদিও টিমো ভের্নারের ফাঁকায় থেকে নেওয়া শট কোর্তোয়া কোনমতে পা বাড়িয়ে রুখে দেন।

কিন্তু চার মিনিট পর আর দলকে গোল খাওয়া থেকে রুখতে পারেননি। ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পালিসিক দেখে শুনে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন। দুজন ডিফেন্ডার গোললাইনে থাকলেও কিছুই করতে পারেননি। বরং জর্জিনহোর শরীরে লেগে বল জড়ায় জালে।

বৃষ্টি সিক্ত মাঠে বল দখলে প্রায় দুইদল সমানে সমান। রিয়াল পিছিয়ে পড়ে ম্যাচে সমতা আনতে জোরদার চেষ্টা করেছে। ২৩ মিনিটে করিম বেনজেমার বক্সের বাইরে থেকে ২৫ গজ দূরত্ব থেকে শট পোস্ট ছুঁয়ে গেলে গোল পাওয়া হয়নি।

তবে ৬ মিনিট পরই ঠিকই জিনেদিন জিদানের দল সমতায় ফেরে। ২৯ মিনিটে করিম বেনজেমা এবার আর সুযোগ হাতছাড়া করেননি। চমৎকার গোলে সমতা নিয়ে আসেন।

আক্রমণের উৎস মার্সেলো। এই ডিফেন্ডারের নেওয়া ক্রসে ক্যাসিমিরো ও মিলিতাওর মাথা হয়ে করিম বেনেজেমা পেয়ে যান, বল শূন্যে থাকা অবস্থায় এই ফ্রেঞ্চ স্ট্রাইকার হেড করে তা ডান পায়ে এনে নিঁখুত সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন। এ নিয়ে বেনজেমার ৭১ গোল হলো চ্যাম্পিয়ন্স লিগে। স্পর্শ করেছেন আরেক রিয়াল গ্রেট রাউলকে।

এরপরেই টনি ক্রুসের শট লক্ষ্যভ্রষ্ট না হলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যেতে পারতো।

image (19)বিরতির পর দুইদল পাল্টাপাল্টি আক্রমণে গেলেও গোলের দেখা আর পাওয়া হয়নি। ৫০ মিনিটে বেনজেমার শট ক্রস বারের অনেক ওপর দিয়ে যায়।

৬৫ মিনিটে এডেন হেজার্ড মাঠে নামেন ভিনিসিয়ুসের জায়গায়। হাকিম জিয়েখকেও পরখ করে চেলসি। কিন্তু তাতেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি কোনও দলই।

চ্যাম্পিয়ন্‌স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগটি শেষ পযন্ত ১-১ গোলে স্কোরলাইন রেখেই শেষ হয়েছে।