বেলফোর্টের হ্যাটট্রিকের দিনে ৬ গোলে জিতলো আবাহনী

আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিল ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। দলটি বড় ব্যবধানে জয়ের ধারা অব্যাহত রাখলো রহমতগঞ্জের বিপক্ষেও। শুক্রবার প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বে পুরান ঢাকার দলটিকে ৬-০ গোলে হারিয়েছে আকাশি-নীল জার্সিধারিরা। আবাহনীর বড় এই জয়ে হাইতির কেরভেন্স বেলফোর্টের অবদান কম নয়। হ্যাটট্রিক করেছেন এই ফরোয়ার্ড।

১৫ ম্যাচে ৯ম জয়ে ৩২ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। সমান পয়েন্ট নিয়ে শেখ জামাল তৃতীয় স্থানে। রহমতগঞ্জ সমান ম্যাচে সপ্তম হারে আগের অষ্টম স্থানেই আছে।

প্রথম পর্বে রহমতগঞ্জের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল আবাহনী। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরতি পর্বের খেলায় কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি গোলাম জিলানির দল। জয়ের বড় ব্যবধানই তার প্রমাণ। এই ম্যাচেও দুর্দান্ত খেলেছেন ব্রাজিলিয়ান প্লে-মেকার রাফায়েল অগাস্তো। তবে আবাহনীকে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ২৮ মিনিট পর্যন্ত। পরের মিনিটে বাঁ প্রান্তের ক্রস ক্লিয়ার করতে গিয়ে রহমতগঞ্জের বেকনাজারভ নিজেদের জালে বল জড়িয়ে দিলে অগ্রগামিতা পায় আবাহনী!

৩৭ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। অগাস্তোর কাটব্যাকে অনায়াসে লক্ষ্যভেদ করেছেন বেলফোর্ট। ৪৩ মিনিটে অগাস্তোর ক্রসে বেলফোর্ট জোরালো হেড করলে প্রথমার্ধেই স্কোর দাঁড়ায় ৩-০ করেন।

বিরতির পরও আক্রমণ অব্যাহত থাকে দলটির। ৬২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন বেলফোর্ট। যা লিগের পঞ্চম হ্যাটট্রিক। এর আগে পা ওমর জোবে, ওবি মনেকে, রাউল বেসেরা ও রবিনিয়ো হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন।

বেলফোর্টের হ্যাটট্রিকের পরও আবাহনীর গোল ক্ষুদা মেটেনি। ৬৫ মিনিটে ডিফেন্ডার মামুন মিয়া জোরালো শটে গোল করে সবাইকে চমকে দেন। ৮৪ মিনিটে আফগানিস্তানের ডিফেন্ডার মাসিহ সাইগানি বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করে রহমতগঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

রহমগঞ্জ মাঝে মধ্যে আক্রমণে উঠলেও আবাহনী গোলকিপার সুলতান মাহমুদকে সেভাবে পরীক্ষায় ফেলতে পারেনি।