কাতারে দুটি প্রস্তুতি ম্যাচ চায় বাংলাদেশ

আগামী জুনে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের বাকি ম্যাচগুলো হতে যাচ্ছে কাতারে। সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই যাবে বাংলাদেশ দল। আর গ্রুপে ওমান, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের আগে কাতারে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে জেমি ডের দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সভা শেষে এই তথ্য জানিয়েছেন।

আজ (শনিবার) সভা শেষে বাংলা ট্রিবিউনকে কাজী নাবিল বলেছেন, ‘এখন যেহেতু লিগের ম্যাচ চলছে। ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে যাদের খেলা শেষ হবে, তারাই ক্যাম্পে যোগ দেবে। কোভিড পরীক্ষার পর শুরু হবে মাঠের প্রস্তুতি।’

কাতারে চূড়ান্ত দলে থাকা ২৫ জন খেলোয়াড় নিয়ে যাওয়ার পরিকল্পনা বাফুফের (প্রাথমিক দলে ৩০ জনের মতো খেলোয়াড় ডাকা হবে)। এর মধ্যে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা এএফসি কাপ শেষে সরাসরি মালদ্বীপ থেকে যাবেন। আর বাকিরা যাবেন ঢাকা থেকে ২১ বা ২২ মে। সেখানে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ।

কাজী নাবিল বলেছেন, ‘আমরা তাদেরকে (কাতার ফুটবল ফেডারেশন) অনুরোধ করেছি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়ে। শীর্ষ দুটি দলের সঙ্গে খেলতে চাই আমরা, যেন আমাদের প্রস্তুতিটা ভালো হয়।’

২০২২ বিশ্বকাপের বাছাই পর্ব সামনে রেখে আগামী সোমবার থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। ১২ মে পর্যন্ত খেলোয়াড়রা থাকবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে থেকেই হবে জামাল ভূঁইয়াদের আবাসিক প্রস্তুতি।

শুরুতে হবে কোভিড পরীক্ষা। তারপর হেড কোচ জেমি ডে ও ফিটনেস কোচরা দলের দায়িত্ব নেবেন।