পেনাল্টি মিস করে ক্ষমা চাইলেন আগুয়েরো

ম্যানচেস্টার সিটিতে এটাই শেষ মৌসুম সের্হিয়ো আগুয়েরোর। কিন্তু বিদায় বেলায় ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ভুল করে বসলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। চেলসির বিপক্ষে পেনাল্টি পেয়েও লক্ষ্যভেদ করতে পারলেন না!

অথচ প্রথমার্ধে গোল করে এগিয়ে গিয়েছিল সিটিজেনরাই। ইনজুরি সময়ে আগুয়েরো পেনাল্টি থেকে গোল করতে পারলেই আরও এগিয়ে যেতো পারতো তার দল। কিন্তু আগুয়েরোর এই ব্যর্থতায় বিরতির পর ঘুরে দাঁড়িয়ে চেলসি ম্যাচ জিতে নিয়েছে ২-১ গোলে।

এমন ভুলের পর অবশ্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আগুয়েরো। টুইটারে লিখেছেন, ‘পেনাল্টি মিস করার জন্য আমার সতীর্থ, ক্লাব কর্মকর্তা ও সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। ওভাবে পেনাল্টি নেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল, এর পুরো দায়ভার আমি নিচ্ছি।’

তবে পেনাল্টি মিস করে সিটি স্ট্রাইকার নিজেকে দোষী ভাবলেও সতীর্থরা তার পাশেই রয়েছেন। টুইটারে সেই পোস্টের নিচে রাহিম স্টার্লিং সহমর্মিতা জানিয়ে লিখেছেন, ‘ব্যাপার না, বন্ধু। হারের জন্য আমরা সবাই দায়ী। কিন্তু আমরা আবারও এগিয়ে যাবো।’

এ ব্যাপারে ম্যানসিটি কোচ গার্দিওলা বলেছেন, ‘ও মিস করেছে দেখে সবাই স্বার্থপর বলছে। গোল করলে বলতো কী জিনিয়াস ও! কিন্তু এটাই বাস্তবতা।’ অবশ্য এই হারের পরও সিটি শিরোপা জয়ের উল্লাস করতে পারবে আজকেই। যদি ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যায় অ্যাস্টন ভিলার কাছে।