পর্তুগালে রোনালদোর গোল নম্বর ১০৪

গোলের খেলায় তার নিত্যদিনের মেতে ওঠা। ক্লাব ফুটবলে গোলের কত রেকর্ড যে গড়েছেন, হিসাব দেওয়া কঠিন। জাতীয় দলেই বা কম কীসে! পর্তুগালের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন সেই কবে। হাতছানি দিয়ে ডাকছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের শীর্ষ আসনটাও। সেই পথে ক্রিস্তিয়ানো রোনালদো এগিয়ে গেলেন আরেক ধাপ।

বুধবার রাতে আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ইসরায়েলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। লিসবনের এস্তাদিও জোসে আলভালাদের ম্যাচটিতে একবার জাল খুঁজে পেয়েছেন রোনালদো। তাতে পর্তুগালের জার্সিতে নিজের গোল সংখ্যা নিয়ে গেছেন ১০৪-এ। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আগেই দুয়ে উঠে আসা জুভেন্টাস ফরোয়ার্ড এখন শীর্ষস্থান থেকে মাত্র ৫ গোল দূরত্বে। সর্বোচ্চ ১০৯ গোল নিয়ে শীর্ষে আছেন ইরানের আলি দাইয়ি।

রেকর্ডের দিকে রোনালদোর এগিয়ে চলার রাতে বড় জয় দিয়ে ইউরোর প্রস্তুতি সেরেছে পর্তুগাল। যদিও ইসরায়েলের বিপক্ষে শুরুতে বেশ ভুগতে হয়েছিল পর্তুগিজদের। প্রথম গোলের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে ৪২ মিনিট পর্যন্ত। পর্তুগালকে প্রথম গোল এনে দেন ব্রুনো ফের্নান্দেস। এর মিনিট দুয়েক পর স্কোরশিটে নাম তোলেন রোনালদো।

২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করার পর আবার সংগ্রাম করতে হয় ইউরোপ চ্যাম্পিয়নদের। তবে প্রথমার্ধের শেষের মতো দ্বিতীয়ার্ধের শেষেও জ্বলে ওঠে পর্তুগাল। ৮৬ মিনিটে জোয়াও কানসেলোর লক্ষ্যভেদের পর ব্রুনো দ্বিতীয়বার জাল খুঁজে পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ফলে দারুণ জয়ে তাদের ইউরোর প্রস্তুতি পর্ব শেষ হলো। এবারের ইউরোতে পর্তুগাল রয়েছে ‘গ্রুপ অব ডেথে’। ইউরোপ চ্যাম্পিয়নদের গ্রুপ পর্বেই লড়তে হবে ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরির বিপক্ষে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা ধরে রাখার মিশন রোনালদোদের শুরু হচ্ছে আগামী মঙ্গলবার হাঙ্গেরি ম্যাচ দিয়ে।