কোপা আমেরিকা মাঠে গড়ানোর পক্ষে ব্রাজিলের আদালত

কোপা আমেরিকার আয়োজন নিয়ে একের পর এক বাধা ধেয়ে আসছিল। সর্বশেষ যে বিষয়টি টুর্নামেন্ট হওয়া নিয়ে শঙ্কা তৈরি করেছিল, সেটি হলো ব্রাজিলের আদালতে টুর্নামেন্টটি বন্ধ করার আদেশ চেয়ে আবেদন।

বৃহস্পতিবার জরুরি এক অধিবেশনে সেই আবেদন খারিজ করে দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। এর ফলে ব্রাজিলে করোনার সময় টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে কোনও বাধা রইলো না।

বিচারকরা বলেছেন, ব্রাজিলের সংবিধান এই ধরনের টুর্নামেন্টে বাধা দেওয়ার কোনও ক্ষমতা আদালতকে দেয়নি। তবে তারা বলেছেন, প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতে আরও পদক্ষেপ নিতে পারেন রাজ্য গভর্নর ও মেয়ররা। পাশাপাশি শেষ মুহূর্তে কোপা আয়োজনের ব্যাপারে ব্রাজিল প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর নেওয়া সিদ্ধান্তেও হতাশা প্রকাশ করেন তারা।

প্রসঙ্গত, কোপা আমেরিকা হওয়ার কথা ছিল গত বছর। কিন্তু করোনা পরিস্থিতিতে সেটি পেছানো হয় এ বছর। ওই অনুযায়ী কোপা আমেরিকার ইতিহাসে এই প্রথম প্রতিযোগিতাটি হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। কিন্তু কলম্বিয়াতে রাজনৈতিক অস্থিরতা ও আর্জেন্টিনায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শেষ মুহূর্তে ভেন্যু সরে গেছে ব্রাজিলে। আগামী ১৩ জুন উদ্বোধনী ম্যাচে ‘বি’ গ্রুপ থেকে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল ও ভেনিজুয়েলা।