কোপায় বাড়ছে করোনা, তথ্য নিয়ে ব্রাজিলের লুকোচুরি

কোপা আমেরিকা ব্রাজিলে সরিয়ে বিপদটা যেন আরও বাড়লো। টুর্নামেন্ট সংশ্লিষ্টদের মাঝে সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর মিলছে একের পর। গত দুই দিনে নতুন ১১জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৫২ জনে! ঘটনার সত্যতা স্বীকার করেছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, নতুন আক্রান্তদের মধ্যে দু’জন আবার খেলোয়াড় বা অফিসিয়াল সংশ্লিষ্ট। যদিও তারা সংক্রমণ বিষয়ে বিস্তারিত বলছে না কিছুই। এটাও জানায়নি আক্রান্তরা আসলে কোন দলের।

রয়টার্স বলছে, রবিবার টুর্নামেন্ট মাঠে গড়ানোর পর থেকে বলিভিয়া, কলম্বিয়া ও ভেনিজুয়েলার মোট ৩৩জন খেলোয়াড় বা অফিসিয়াল করোনা আক্রান্ত হয়েছেন। ১৯জন আক্রান্ত হয়েছেন যারা মূলত টুর্নামেন্ট সংশ্লিষ্ট কর্মচারী ব্রাসিলিয়া ও রিও ডি জেনেইরোর হোটেলগুলোতে কাজ করছিলেন।

সার্বিকভাবেও ব্রাজিলের করোনা পরিস্থিতি মোটেও ভালো নয়। ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার দেশটিতে মারা গেছেন আরও ২ হাজার ৪৬৮জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৬৯৬জন! যা যুক্তরাষ্ট্র বাদে যে কোনও দেশের চেয়ে বেশি।