নরসুন্দর ডেকে শাস্তির মুখোমুখি চিলির খেলোয়াড়রা

ব্রাজিলের করোনা পরিস্থিতি ভীষণ উদ্বেগজনক। এর মাঝেই সেখানে চলছে কোপা আমেরিকা। করোনা সংক্রমণের ঘটনা প্রতিদিনই ঘটছে দেশটিতে। বাদ যায়নি অংশ নিতে আসা দলগুলিও। এর পরেও সেখানে করোনা -বিধি ভাঙার মতো অপরাধ করে বসেছেন চিলির খেলোয়াড়রা।

রয়টার্স বলছে, হোটেলে তারা নিজেদের জীবানু সুরক্ষিত বলয়ে এক নরসুন্দরকে আমন্ত্রণ করেছিলেন। অথচ এসব বলয়ে কঠোর ভাবে করোনা-বিধি পালন করার নিয়ম। এমন কাণ্ড করার পর অবশ্য কোনও খেলোয়াড় বা অফিসিয়াল করোনা পজিটিভ হননি বলে জানিয়েছে চিলিয়ান ফুটবল ফেডারেশন। তবে টুর্নামেন্টের মাঝে প্রটোকল ভাঙায় শাস্তির মুখোমুখি হচ্ছেন অভিযুক্ত খেলোয়াড়রা।

চিলিয়ান ফুটবল সংস্থাটি কারও নাম না জানালেও দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে, ইন্টার মিলান মিডফিল্ডার আর্তুরো ভিদাল ও অধিনায়ক গ্যারি মেদেল এই কাণ্ডের সঙ্গে সম্পৃক্ত!

চিলিয়ান ফুটবল ফেডারেশন কারও নাম প্রকাশ না করলেও ঘটনা স্বীকার করেছে। একই সঙ্গে ক্ষমা চেয়ে তারা বলেছে, অভিযুক্তদের অবশ্যই জরিমানা করা হবে।

অবশ্য এর আগে চিলিয়ান সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করে ভিদাল ও মেদেল টিম হোটেলে অননুমোদিত একজনকে নিয়ে প্রবেশ করেছেন। এর পরেই বিবৃতিতে দিতে বাধ্য হয় দেশটির ফুটবল ফেডারেশন।