আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ কখন, দেখবেন কোথায়

উরুগুয়ের বিপক্ষে দারুণ ‍ফুটবলে এবারের কোপা আমেরিকায় প্রথম জয় পেয়েছে আর্জেন্টিনা। ‍লুইস সুয়ারেস-এদিনসন কাভানিদের নিয়ে গড়া শক্তিশালী আক্রমণভাগকে গোলমুখে একটি শটও নিতে না দেওয়া আলবিসেলেস্তেরা এখন লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্ব জয়ের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন এগিয়ে নিতে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে লিওনেল মেসিরা মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ের।

ব্রাসিলিয়ার স্তাদিও মানে গারিঞ্চায় বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায় মুখোমুখি হচ্ছে দল দুটি। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ম্যাচটি সরাসরি দেখতে পাবেন সনি সিক্স ও সনি টেন ২ চ্যানেলে।

চিলির সঙ্গে নিজেদের উদ্বোধনী ম্যাচ ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের পর হতাশা ঝরেছিল কোচ লিওনেল স্কলানি ও অধিনায়ক লিওনেল মেসির কণ্ঠে। তবে পরের ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জিতে নিজেদের নতুন করে জানান দিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

তাই প্যারাগুয়ের বিপক্ষে ভালো খেলার প্রত্যাশা আর্জেন্টিনার। তবে কাজটা সহজ হওয়ার কথা নয়। কারণ নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। অর্থাৎ, ‘এ’ গ্রুপে এখন পর্যন্ত শতভাগ জয় তাদের। আর্জেন্টিনাকে হারাতে পারলে কিংবা ড্র করলে প্যারাগুয়ে উঠে যাবে গ্রুপের শীর্ষে। ব্রাসিলিয়ার ম্যাচের আগে অবশ্য ৪ ‍পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আর্জেন্টিনা ও চিলি।

প্যারাগুয়ের বিপক্ষে আক্রমণভাগে পরিবর্তনের ইঙ্গিত আর্জেন্টিনার। লাউতারো মার্তিনেসকে নাও দেখা যেতে পারে একাদশে। প্রথম দুই ম্যাচে একেবারেই নিষ্প্রভ ছিলেন ইন্টার মিলান ফরোয়ার্ড।