১০৯ গোলের বিশ্ব রেকর্ড রোনালদোর

ক্রিস্তিয়ানো রোনালদো মানে রেকর্ডের ছড়াছড়ি। ৩৬ বছর বয়সে এখনও মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন। ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপের শেষ ম্যাচে নিজের ঝলক দেখিয়ে যাচ্ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা। এবার আন্তর্জাতিক ফুটবলে ১০৯ গোল করে বিশ্ব রেকর্ড গড়লেন। স্পর্শ করলেন ইরানের সাবেক স্ট্রাইকার আলী দাইয়ের ১০৯ গোল। এখন এই দুজন যৌথভাবে সর্বোচ্চ গোলের অধিকারী।

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে লড়ছে পর্তুগাল। সেই ম্যাচে রোনালদো ৮০ মিনিট পর্যন্ত দুই গোল করেছেন। দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে।

বুদাপেস্টের মাঠে ২৭ মিনিটে রোনালদোর গোলে পর্তুগাল এগিয়ে যায়। বিরতির পর যখন পর্তুগাল পিছিয়ে ছিল ঠিক তখনই আরও একটি পেনাল্টি পায় দল। রোনালদো ৫৯ মিনিটে জাল কাঁপিয়ে দলকে সমতা এনে দেন। নিশ্চিতভাবে সামনের দিকে আলী দাইয়ে টপকে রোনালদো এককভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে নাম লেখাবেন। সেই ইঙ্গিতই মিলছে।

এছাড়া রোনালদো প্রথম ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে আরও একটি রেকর্ডও গড়লেন। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে এককভাবে ২০টি গোল তার ঝুলিতে। যা আগে ছিল জার্মানির মিরোস্লাভ ক্লোজার ১৯টি।