ব্রাজিলের কাছে হেরে আর্জেন্টাইন রেফারিকে দুষলেন কলম্বিয়া কোচ

কোপা আমেরিকায় কলম্বিয়া-ব্রাজিল ম্যাচে যা হয়েছে, তা নিয়ে তুমুল আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ব্রাজিলের ৭৮ মিনিটে সমতা ফেরানো গোলটি নিয়েই চলছে যত আলোচনা। কলম্বিয়া কোচ রেইনালদো রুয়েদা তো এই গোলটির জন্য দুষলেন আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানাকে।

বৃহস্পতিবার ব্রাজিলের ২-১ গোলে জেতা ম্যাচটায় ওই ঘটনা ঘটে ৭৮ মিনিটে। বাম প্রান্ত থেকে লোদির ক্রস থেকে হেড করে গোল করেন ফিরমিনো। অবশ্য গোলটির বিল্ড আপে নেইমারের পাস শুরুতে পায়ে লেগেছিল রেফারির। কিন্তু তার পরেও ম্যাচ চালিয়ে নিতে ইঙ্গিত দেন রেফারি নেস্তর পিতানা। ভার রিভিউতে গোলটি বৈধ ঘোষণা করলে কলম্বিয়ান গোলকিপার ওসপিনা তর্ক যুদ্ধে নামেন তার সঙ্গে। সঙ্গে যোগ দেন কলম্বিয়ান খেলোয়াড়রাও।

তখন পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। দীর্ঘক্ষণ তর্ক চললেও রেফারি গোলের সিদ্ধান্ত বহাল রাখেন। কিন্তু নিয়ম বলছে, এসব ক্ষেত্রে ড্রপডবল করে পুনরায় খেলা শুরু করার নিয়ম!  

গোলটির আগের এই অবস্থাতে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন কলম্বিয়ান খেলোয়াড়রা। তাই ম্যাচের পর রেফারির ওই পরিস্থিতিকেই দায়ী করলেন দলটির কোচ, ‘ব্রাজিল দুটি গোল দুই পরিস্থিতিতে করেছে। প্রথম গোলটির জন্য রেফারি দায়ী। ওই মুহূর্তে তার জন্যই কলম্বিয়ার খেলোয়াড়রা বিভ্রান্ত হয়ে পড়েছিল।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘এর পরেই ব্রাজিলকে ম্যাচটা বের করে নিতে হতো। ওরা বলও যোগান দিচ্ছিল ভালোভাবে। সেকারণে দ্বিতীয়ার্ধটা ভিন্ন ছিল। আমাদের পারফরম্যান্স ধারালো হলেও বিষয়টা দুঃখজনক যে ফলটা আমাদের পক্ষে আসেনি।’