ইউরো সেমিফাইনালে কে কার মুখোমুখি

নিশ্চিত হয়ে গেছে ইউরোর সেমিফাইনালের চার দল। কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে আছে এখন ইতালি, স্পেন, ইংল্যান্ড ও ডেনমার্ক। এদের মধ্যেই কারও ঘরে উঠতে যাচ্ছে ইউরো ২০২০-এর শিরোপা।

শুক্রবার সেমিফাইনালের টিকিট পেয়েছে ইতালি ও স্পেন। অন্যতম ফেভারিট বেলজিয়ামকে বিদায় করে শেষ চার নিশ্চিত করে ইতালি, আর স্পেন শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে শিরোপা স্বপ্ন টিকিয়ে রেখেছে। এখন সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দল দুটি।

ফাইনালে ওঠার লড়াইয়ে বিশ্বের অন্যতম সেরা দ্বৈরথ অপেক্ষা করছে ইতালি-স্পেন ম্যাচে। আগামী মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাত ১টায় লন্ডনের ওয়েম্বলিতে লড়বে সাবেক দুই চ্যাম্পিয়ন। স্পেন সবশেষ ২০১২ সালে জিতেছিল ইউরো। এর আগে ২০০৮ ও ১৯৬৪ সালে ইউরোপিয়ান প্রতিযোগিতাটির আরও দুটো ট্রফি আছে লা রোজাদের। অন্যদিকে ইউরোতে ইতালির একমাত্র সাফল্য এসেছিল সেই ১৯৬৮ সালে। ২০১২ সালের ফাইনালে শিরোপা হারিয়েছিল এই স্পেনের কাছেই।

ওয়েম্বলির দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও ডেনমার্ক। ইউরোপসেরার লড়াইয়ে ডেনিশরা শিরোপা উদযাপন করেছিল ১৯৯২ সালে। সেই দিক থেকে তুলনা করলে ইংল্যান্ডের ঘর একেবারে ফাঁকা! শিরোপা তো দূরে থাক, ইংলিশরা কখনও ইউরোর ফাইনালই খেলতে পারেনি। এবার সেই আক্ষেপ ঘোচাতে বুধবার (৭ জুলাই) দিবাগত রাত ১টায় ডেনমার্কের বিপক্ষে নামবে ইংলিশরা।

ইউরোর সেমিফাইনাল:

প্রথম সেমিফাইনাল

ইতালি-স্পেন

৬ জুলাই (মঙ্গলবার), রাত ১টা

দ্বিতীয় সেমিফাইনাল

ইংল্যান্ড-ডেনমার্ক

৭ জুলাই (বুধবার), রাত ১টা