ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল কবে কখন, জেনে নিন

দল দুটির প্রীতি ম্যাচও তোলে উত্তেজনার ঢেউ। সেখানে কোনও টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হওয়ার উপলক্ষ ‘লাভের ওপর বোনাস’ পাওয়ার মতো ব্যাপার! ফুটবল বিশ্বের চরম আকাঙ্ক্ষিত সেই ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল মাঠে গড়ানোর আগেই উত্তেজনা-রোমাঞ্চের পারদ আকাশ ছুঁয়েছে। অপেক্ষার প্রহর যেন হচ্ছে না ফুটবলপ্রেমীদের।

বুধবার সকালেই জানা গেছে, এবারের কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। সেলেসাওরা আগেই ফাইনাল নিশ্চিত করেছিল, আর আর্জেন্টিনা পরের দিন পেয়েছে শিরোপা লড়াই মঞ্চের টিকিট। বহু প্রতীক্ষিত সেই ফাইনাল কবে, কখন, কোথায় দেখা যাবে- এই প্রশ্ন হয়তো অনেক ফুটবলভক্তের মনেই ভিড় করছে।

খুব বেশি অপেক্ষায় থাকতে হচ্ছে না। বাংলাদেশ সময় আগামী রবিবার (১১ জুলাই) ভোর ৬টায় ফাইনাল মঞ্চে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। লাতিন আমেরিকার ‘সুপার ক্লাসিকো’ সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি টেন ২ চ্যানেলে।

প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। এ নিয়ে টানা দ্বিতীয়বার কোপার ফাইনালে উঠলো সেলেসাওরা। আগেরবার ২০১৯ সালে ঘরের মাঠের আসরে ফাইনালে এই পেরুকে হারিয়েই শিরোপা উদযাপন করেছিল তিতের দল। শিরোপা ধরে রাখতে এবারও তারা নেমেছে ঘরের মাঠে।

ব্রাজিল ফাইনাল নিশ্চিত করার পর ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিলেন আর্জেন্টিনার। কারণ আলবিসেলেস্তেরা সেমিফাইনালের চৌকাঠ পেরোলেই দেখা মিলবে ফুটবল উত্তেজনার অন্যতম সেরা দ্বৈরথের। কলম্বিয়ার বিপক্ষে শেষ চারের লড়াইয়ে লিওনেল মেসিরা নির্ধারিত সময় ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৩-২ গোলের জয়ে পা রাখে ফাইনালে।