ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ থেকে শিক্ষা নিতে বললেন সালাউদ্দিন

রাত পোহালেই ভোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই। কোপা আমেরিকা কাপে ফাইনালে ট্রফি জয়ের মিশনে মাঠে নামবে দু’দল। এরই মধ্যে দুই প্রতিবেশী দেশের লড়াইকে সামনে রেখে বাংলাদেশেও ঝড় বয়ে যাচ্ছে। মেসি নাকি নেইমার- কার হাতে উঠবে ট্রফি? এমন উত্তেজনার ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন জামাল-তপুদের শিক্ষা নিতে বললেন।

কাজী সালাউদ্দিনরা যখন ফুটবল খেলতেন তখন দেশে এর উন্মাদনাই ছিল অন্যরকম। বাড়িতে বাড়িতে পতাকা উড়তো। স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতি বাড়তি প্রেরণা দিতো খেলোয়াড়দের। সেই সময়ের কথা স্মরণ করে সালাউদ্দিন বলেছেন, ‘আগে মোহামেডান-আবাহনী্ ম্যাচ ঘিরে সারা শহরে পতাকা উঠতো। এখন এই কোপা আমেরিকা কাপ আমাদের খেলোয়াড়দের জন্য বড় শিক্ষা। তোমরা যদি ঠিকমতো খেলতে পারো, তাহলেও এখানেও তা হবে। আমাদের দেশে এই ট্রেন্ড আছে। এটা আমরা আগে করেছিলাম।’

মাঠে ভালো পারফরম্যান্স করার দিকে জোর দিয়ে সালাউদ্দিন আরও বলেছেন, ‘খেলতে হবে খেলোয়াড়দের। তরুণ খেলোয়াড়রা এখান থেকে শিক্ষা নিতে পারে। আমরা কেন নিতে পারবো না? নিশ্চয়ই এর প্রভাব পড়বে খেলোয়াড়দের মধ্যে।’

ফাইনাল ম্যাচ নিয়ে সালাউদ্দিনের অভিব্যক্তি, ‘দুটো দলই ক্ষুধার্ত। ব্রাজিলও অনেক দিন ধরে ট্রফি পায় না, আর্জেন্টিনাও। মেসি-মারিয়া গেম চেঞ্জার। যে কোনও সময় ম্যাচে পরিবর্তন করতে পারে। বেশ ভালো লড়াই হবে।’