আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম গোল্ডেন বুট

প্রথম শিরোপা জয়ের সঙ্গে আরেকটি অপূর্ণতাও পূরণ করেছেন মেসি। জাতীয় দলের হয়ে এই প্রথম জিতলেন গোল্ডেন বুট।

কোপা আমেরিকায় টুর্নামেন্টে শুরু থেকেই আর্জেন্টাইন খুদে জাদুকর দুর্দান্ত ফর্মে ছিলেন। ফাইনালে গোল না পেলেও নিজেকে গোল্ডেন বুট জয়ে এগিয়ে রেখেছিলেন আগেই। ৪টি গোলের সঙ্গে তার অ্যাসিস্ট ছিল ৫টি। এর মধ্যে দুটি গোলই এসেছে ফ্রি কিক থেকে।

মারাকানা স্টেডিয়ামের ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েই ১৯৯৩ সালের পর কোপা শিরোপা জিতেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে যৌথভাবে সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়েছে মেসি-নেইমার দুজনকেই। অবশ্য ফাইনালের আগেই এ ঘোষণাটি দিয়ে রাখে কনমেবল।

এক নজরে এবারের আসরে সর্বোচ্চ স্কোরার যারা

খেলোয়াড়

দল

গোল

মেসি

আর্জেন্টিনা

লাউতারো মার্তিনেজ

আর্জেন্টিনা

পাপু গোমেজ

আর্জেন্টিনা

লুকাস পাকেতা

ব্রাজিল

নেইমার

ব্রাজিল