আর্জেন্টিনায় প্রথম শিরোপা, ম্যারাডোনাকে ভোলেন কী করে মেসি

স্বপ্ন দেখতেন একদিন ঠিকই শিরোপা উৎসব করবে আর্জেন্টিনা। আর সেই উপলক্ষ আসবে লিওনেল মেসির হাত ধরে। ঠিকই এলো, কিন্তু উৎসবে থাকা হলো না তার। পৃথিবীর মায়া কাটিয়ে অন্যপারে পাড়ি জমিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। যে মানুষটি ফুটবল দিয়ে আর্জেন্টাইনদের মুখে হাসি ফুটিয়েছিলেন, ২৮ বছর পর সাফল্য ফেরা দিনটিতে তাকে কী ভুলে যান মেসি! কোপা আমেরিকা শিরোপা উৎসর্গের তালিকায় পৃথিবী ছেড়ে যাওয়া এই কিংবদন্তিকেও রেখেছেন তিনি।

রবিবার ভোরে ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা জেতার পর বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে লিখেছিলেন, ‘আজ ম্যারাডোনা বেঁচে থাকলে, ওর মতো কেউ খুশি হতো না’। সত্যি তাই। মাঠে কিংবা মাঠের বাইরে তার যে ফুটবল উন্মাদনা, যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। কিন্তু লম্বা সময় পর তার দেশ আর্জেন্টিনায় ফুটবল উৎসব হলেও তিনি নেই। গত বছরের নভেম্বরে মারা গেছেন ১৯৮৬ বিশ্বকাপের নায়ক।

তবে তাকে ঠিকই স্মরণ করেছেন মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোপা উৎসর্গ করার সময় ম্যারাডোনার নামটা বলতে ভুল হয়নি তার। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি এই সাফল্য উৎসর্গ করতে চাই আমার পরিবার, যারা সবসময় আমাকে সামনে এগিয়ে চলার সাহস জুগিয়েছে; আমার বন্ধু, যাদের আমি ভীষণ ভালোবাসি; সেই সব মানুষকে, যাদের আমাদের ওপর বিশ্বাস ছিল, এবং সর্বোপরি ৪৫ মিলিয়ন আর্জেন্টাইনকে, যারা প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে সংগ্রাম করছে।’

এরপরই যোগ করেছেন ম্যারাডোনার নাম, ‘এটা সবার জন্য, এবং অবশ্যই ডিয়েগোর জন্যও, উনি যেখানেই থাকুন না কেন, আমি নিশ্চিত আমাদের সমর্থন দিয়ে যাচ্ছেন তিনি।’

দীর্ঘদিন পর দেশে শিরোপা ফিরলেও করোনার ভয়াবহতা যেন কেউ ‍ভুলে না যায়, মেসি সেটিও মনে করিয়ে দিয়েছেন পোস্টের পরের অংশে, ‘উৎসব চলবে, তবে আমরা যেন আমাদের ব্যাপারে সতর্ক থাকি। আমরা যেন ভুলে না যাই, স্বাভাবিক অবস্থায় ফিরতে আমাদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে।’