বাংলাদেশ ছাড়লেন জাপানি নাগাতা

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে দুই মৌসুম ধরে অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন জাপানি মিডফিল্ডার উরু নাগাতা। আজও (শনিবার) তার মাঠে নামার কথা ছিল। কিন্তু পায়ের চোটের কারণে এই মৌসুমে আর খেলতেই পারছেন না!

অনুশীলনে লিগামেন্টে আঘাত পাওয়ায় এরই মধ্যে জাপান ফিরে যেতে হয়েছে এই ফুটবলারকে। এখন মোহামেডানকে প্রিমিয়ার লিগসহ মৌসুমের বাকি ম্যাচগুলো তিন বিদেশি নিয়ে খেলতে হবে।

এ নিয়ে সাদা-কালো ক্যাম্পে হতাশা কম নয়। দলটির ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাফুফে ভবনের টার্ফে অনুশীলনে আঘাত পান নাগাতা। লিগামেন্টে অস্ত্রোপচার করতে হবে। আমরা তাকে ছেড়ে দিয়েছি। এরই মধ্যে সে জাপান ফিরে গেছে। বাকি ম্যাচগুলো তিন বিদেশি নিয়ে খেলতে হবে। এছাড়া কিছু করার নেই।’

প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে মোহামেডান চতুর্থ স্থানে রয়েছে।