বিশ্বকাপ জিততে চান নেইমার-এমবাপ্পে

দুজনই প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) খেলে থাকেন। ক্লাবটির হয়ে একাধিক ট্রফিও জেতা হয়েছে এই জুটির। কিন্তু চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে না পারার আক্ষেপ আছে নেইমার ও এমবাপ্পের। তবে একটি জায়গায় দুজনের চেয়ে এগিয়ে আছেন এমবাপ্পে। জিতেছেন বিশ্বকাপ। এখন পরিস্থিতি এমন যে কাতারে এবার দুজনেই জিততে চাইছেন শিরোপা! 

পিএসজির অফিসিয়াল ক্লাব ম্যাগাজিনে দেওয়া এক যৌথ সাক্ষাৎকারে দুজনেই নানান কথা বলেছেন। কোনও সময় সংবাদ কর্মী হয়ে একে অন্যকে প্রশ্ন করেছেন। আবার উত্তরও দিয়েছেন। ফরাসি তারকা এমবাপ্পে যেমন বলেছেন, ‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতাটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন।’ 

ব্রাজিল তারকা নেইমার পরক্ষণে নিজের দুটি স্বপ্নের কথা বলতে ভুল করেননি,‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। আর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতাটাই আমার বড় স্বপ্ন। পরের বিশ্বকাপটা আসলে আমার।’
 
এমবাপ্পেও কম যাননি,‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চাই আমিও। আরেকবার বিশ্বকাপ জিতলেও খারাপ হয় না, তাহলে সেটা হবে দারুণ এক অর্জন।’