দারুণ জয়ে শুরু লিভারপুলের

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে নরউইচকে ৩-০ গোলে হারিয়ে দারুণ জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। গোল তিনটি করেছেন দিয়েগো জোতা, রবার্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ।

ম্যাচ ঘড়ির ২৬ মিনিটে লিভারপুল এগিয়ে যায়। মোহামেদ সালাহ প্রথম দুটি গোলে অবদান রাখেন। মোহামেদ সালাহর পাসে দিয়েগো জোতা লক্ষ্যভেদ করেছেন। প্রথমার্ধে চেষ্টা করেও লিভারপুল ব্যবধান বাড়াতে পারেনি।

১-০ স্কোরলাইন রেখে দুইদলই ড্রেসিংরুমে যায়। সেখান থেকে ফিরে লিভারপুলের আধিপত্য চলতেই থাকে। দ্বিতীয় গোলটি আসে ৬৫ ‍মিনিটে। সাদিও মানের শট এক ডিফেন্ডার প্রতিহত করেন। সালাহ বল পেয়ে স্কয়ার পাস ঠেলেন ফিরমিনোর উদ্দেশ্যে, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড আলতো টোকায় সহজেই ব্যবধান দ্বিগুণ করেন।৭৪ মিনিটে মোহামেদ সালাহ তৃতীয় গোল করে প্রতিপক্ষকে আর ম্যাচেই ফিরতে দেননি।

চেলসিরও বড় জয়

উয়েফা সুপার কাপ জেতার তিন দিনের মধ্যে প্রিমিয়ার লিগে দারুণ সূচনা করেছে চেলসি। ক্রিস্টাল প্যালেসকে কোনও সুযোগ না দিয়ে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে টমাস টুখেলের দল।

স্ট্যামফোর্ড ব্রিজে ইউরোপ জয়ীরা বল দখলের পাশাপাশি আক্রমণে এগিয়ে ছিল। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক শট নিলেও তিনটির বেশি গোল আসেনি।

ম্যাচের শুরু থেকে গোলের জন্য মরিয়া চেলসি। কিন্তু প্রতিপক্ষকে চেপে ধরলেও প্রথম গোল পেতে সময় লেগেছে ২৬ মিনিট। পরের মিনিটে গোলের দেখা মিলে। প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে জাল কাঁপান আলোনসো।

৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পালিসিক। ডান প্রান্ত থেকে আসপিলিকুয়েতার ক্রস ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে ছয় গজ বক্সের প্রান্ত থেকে শটে গোলটি করেন যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার।

বিরতির পরও চেলসির আক্রমণে ধার কমেনি। ৫৮ মিনিটে বুলেট গতির শটে ট্যাভো শ্যালাবা লক্ষ্যভেদ করে ক্রিস্টাল প্যালেসকে ম্যাচ থেকে ছিটকে দেন। এরই সঙ্গে কোচ হিসেবে ক্রিস্টাল প্যালেসে প্যাট্রিক ভিয়েরার অভিষেকও সুখকর হলো না।