সালাউদ্দিনের নতুন মিশন ‘এলিট ফুটবল একাডেমি’

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আগস্ট থেকেই অনূ্র্ধ্ব-১৫ বয়সী ৫১ জন ফুটবলারকে নিয়ে শুরু হয় আবাসিক অনুশীলন। রবিবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রমের নামকরণ করা হয়েছে এলিট ফুটবল একাডেমি।

অথচ বয়সভিত্তিক দলগুলোর পরিচর্যায় বাফুফের একাডেমি চালু হয়েছিল সিলেটে। বাফুফে শেষ পর্যন্ত সেই প্রকল্প আর চালাতে পারেনি। এরপর বেরাইদেও নতুন করে একাডেমির যাত্রা শুরুর পর পুনরায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবার কমলাপুর স্টেডিয়াম সংস্কার করে একাডেমির কারযক্রম চালু করা হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকে সঙ্গে নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই একাডেমির উদ্বোধন করেন। ক্রীড়া প্রতিমন্ত্রী এসময় বলেছেন, ‘আশা করি এখান থেকে ভালো মানের ফুটবলার আসবে। আমরা বাফুফেকে সর্বাত্মক সহায়তা করবো।’