কিংসলেকে ‘ইয়েস কার্ড’ দিয়ে জামাল বললেন...

ডেনমার্ক থেকে এসে লাল-সবুজ জার্সি গায়ে জড়িয়ে প্রচুর ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। খেলেছেন সাফ চ্যাম্পিয়নশিপও। আগের তিন সাফ খেলেও গ্রুপ পর্ব পেরোতে পারেননি। এবার অক্টোবরে হতে যাওয়া মালদ্বীপের সাফে বড় স্বপ্ন দেখছেন দেশের ফুটবলের ‘পোস্টার বয়’। তবে এজন্য কঠোর অনুশীলনের বিকল্প দেখছেন না। একই সঙ্গে এলিটা কিংসলে প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য করেছেন। বাংলাদেশ অধিনায়কের মতে, দলে কিংসলের মতো খেলোয়াড় দরকার।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে মৌসুমের শেষ ম্যাচ খেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জামাল। সেখানেই আসন্ন সাফ ফুটবল নিয়ে আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

ক্যারিয়ারে চতুর্থ সাফ খেলতে যাচ্ছেন জামাল। লক্ষ্য কী, এমন প্রশ্নে এই মিডফিল্ডার বলেছেন, ‘আমরা অবশ্যই জিততে (সাফ) চাই। কিন্তু ধাপে ধাপে এগোতে চাই। এখনই যদি বলি আমরা জিতবো, তা হবে না। এজন্য হার্ডওয়ার্ক করতে হবে। ভালো অনুশীলন করতে হবে। তারপর ফল আসবে।’

এবারের সাফ হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। একে অন্যের সঙ্গে ম্যাচ খেলতে হবে। শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল। জামাল মনে করছেন, ১০ পয়েন্ট হলেই ফাইনাল সম্ভব, ‘আগেই বলছি এবার সেমিফাইনাল নেই। চারটা ম্যাচ জিতলে অবশ্যই ফাইনালে খেলবো। ১২ পয়েন্টের মধ্যে ১০ থাকলে ফাইনাল খেলতে পারবো। আমাদের সম্ভাবনা আছে।’

কিরগিজস্তানে তিন জাতি প্রতিযোগিতায় খেলেছে বাংলাদেশ। সেখানে নতুন ফর্মেশন ৩-৪-৩ ছকে খেলেছে দল। তবে সেটা আদতে কাজে লাগেনি বলে জামাল জানালেন, “কিরগিজস্তানে ভালো সফর হয়েছে। ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে নতুন ফর্মেশনে খেলেছি। কোচ দেখেছেন খেলতে পারি কিনা। আমরা চেষ্টা করেছি, ভালো কাজ হয়নি। ম্যাচ শেষে কোচ বলছেন, ‘এটাতে হবে না। আমার মনে হয়, আমাদের আগের জায়গায় ফিরে যাওয়া উচিত।”

নাইজেরিয়ান বংশোদ্ভুত এলিটা কিংসলে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন। তিনি খেলতে পারলে দলের শক্তি বৃদ্ধি পাবে বলে জামালের বিশ্বাস, ‘বল হোল্ড করতে পারে এমন একজন খেলোয়াড়ের দরকার আছে। আবার বক্স প্লেয়ারও দরকার আছে। যারা সামনে খেলে তারা উইংয়ে খেলছে। নাম্বার নাইন নেই। কিংসলে এসে ভালো খেললে অবশ্যেই সে খেলবে।’

সাফের জন্য আরও আগে অনুশীলন শুরু করার জন্য জোর দিয়েছেন জামাল, ‘কোচকে বলেছি, আমরা একটু আগে অনুশীলন করতে পারলে ভালো হবে। (বসুন্ধরা) কিংস ও আবাহনীর খেলোয়াড়রা প্রয়োজনে পড়ে ঢুকবে। বেশি অফ থাকলে ফিটনেসে ঘাটতি পড়বে। কোচ বলেছে বিষয়টি বাফুফে দেখছে।’