প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক অনুদান ও ফ্ল্যাট পেলো বাদল রায়ের পরিবার

সাবেক তারকা ফুটবলার প্রয়াত বাদল রায়ের পরিবারকে ২৫ লাখ টাকা ও ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সেই অর্থ ও ফ্ল্যাটের বরাদ্দপত্র বাদল রায়ের স্ত্রী মাধুরী রায়ের হাতে তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরা সৌভাগ্যবান যে একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি। প্রধানমন্ত্রী সুখে দুঃখে সবসময় আমাদের খেলোয়াড়দের পাশে থাকেন। স্পোর্টসের উন্নয়নে বা যেকোনও ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠকের সমস্যায় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এর জন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাদল রায়ের স্ত্রী মাধুরী রায়ও। বাদল রায়ের পরিবার ছাড়াও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত এক কোটি দশ লক্ষ টাকার চেক ও সঞ্চয়পত্র অন্যদের হাতেও তুলে দেওয়া হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্স বাদল রায়ের নামে নামকরণের প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।