ফুটবলে কোচ বদল

জেমি ডে ‘কিছুই শোনেননি’, অস্কার ব্রুজন চুপ

হঠাৎ করে জাতীয় ফুটবল দলে কোচ পরিবর্তন। জেমি ডের জায়গায় বসেছেন অস্কার ব্রুজন। আগামী দুই মাসের জন্য জামাল ভূঁইয়াদের দায়িত্ব নিতে যাচ্ছেন এই স্প্যানিয়ার্ড। প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস ও শেখ রাসেলের ম্যাচ শেষে সংবাদকর্মীরা ব্রুজনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু করজোড়ের ভঙ্গিতে অনুরোধ করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছেড়ে চলে যান এই স্প্যানিশ কোচ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সিদ্ধান্তে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি ব্রুজন।

জেমি ডের দলের নেপাল ও কিরগিজস্তান সফরের ফল নিয়ে খুশি হতে পারেনি বাফুফে। ইংলিশ কোচকে দুই মাসের জন্য ‘অন্তর্বর্তীকালীন ব্যবস্থায়’ অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময়ে তিনটি প্রতিযোগিতায় দলের দায়িত্ব পালন করবেন ব্রুজন।

মালদ্বীপে আগামী ১ অক্টোবর শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ১৩তম প্রতিযোগিতা। তার আগে হঠাৎ কোচের পদ থেকে দুই মাসের অব্যাহতি প্রসঙ্গে ডে বলেছেন, ‘যেহেতু এ বিষয় নিয়ে আমার কাছে কোনও তথ্য নেই, কেননা কেউই এ বিষয় নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমাকে কোনও ব্যাখ্যাই দেয়নি। তাই এ মুহূর্তে এসব নিয়ে আমি আসলেই মন্তব্য করতে পারি না। আমি শুধু মিডিয়া থেকেই এমন তথ্য জেনেছি।’

এরপর ৪১ বছর বয়সী কোচ যোগ করেন, ‘বাফুফের কাছ থেকে আমি কোনও কিছুই শুনিনি। তাই আমি মনে করি, বিষয়টি নিয়ে এ মুহূর্তে আমার কথা বলা অপেশাদার বিষয় হবে এবং আমি মনে করি, আমি একজন ভালো মানুষ এবং নিজের কাজগুলো সঠিকভাবে করেছি।’