বার্সেলোনার জন্য আরও দুঃসংবাদ

আর্থিক ঝামেলা, লিওনেল মেসির চলে যাওয়া এবং মাঠের ভেতরে কঠিন সময়— ভালো নেই বার্সেলোনা। এই অবস্থায় কোচ ছাঁটাইয়ের গুঞ্জন উড়ছে। কোচ রোনাল্ড কোম্যানের ভবিষ্যৎ যাইহোক, সামনের দুই লিগ ম্যাচে অন্তত বার্সেলোনার ডাগ আউটে দাঁড়াতে পারছেন না তিনি।

কাদিজ ম্যাচে লাল কার্ড দেখায় পরের দুই লা লিগা ম্যাচে নিষিদ্ধ হয়েছেন কোম্যান। খারাপ খবর আরও আছে। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের দ্বিতীয় হলুদ কার্ড ও সের্হিয়ো বুশকেটসের হলুদ কার্ডের বিরুদ্ধে করা বার্সেলোনার আপিল প্রত্যাখ্যান করেছে লা লিগার ডিসিপ্লিনারি কমিটি।

কাদিজ ম্যাচে লাল কার্ড দেখেছিলেন কোম্যান। ম্যাচ অফিসিয়ালের সঙ্গে খারাপ আচরণের শাস্তি হিসেবে লা লিগা ডিসিপ্লিনারি কমিটি তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। যার ফলে ডাচ কোচ ডাগ আউটে দাঁড়াতে পারবেন না লেভান্তে ও আতলেতিকো মাদ্রিদ ম্যাচে। এমনিতেই সময় ভালো যাচ্ছে না বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হারের পর লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে। এর মধ্যে কোম্যানের নিষেধাজ্ঞা।

লা লিগার পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে এখনই পিছিয়ে পড়েছে ৭ পয়েন্টে। সবশেষ দুই ম্যাচে পেয়েছে ২ পয়েন্ট। যার মধ্যে কাদিজের মাঠে গোলশূন্য হওয়া ম্যাচে ডাগ আউট ছাড়তে হয় কোম্যানকে। সোজা কথায় কোনও ভালো খবর নেই কাতালানদের।

কাদিজ ম্যাচেই দুই হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডি ইয়ং। বার্সেলোনা তার দ্বিতীয় হলুদ কার্ডের বিরুদ্ধে আপিল করেছিল। কিন্তু লা লিগা কমিটি তাদের আপিল খারিজ করে দিয়েছে। ফলে ডাচ মিডফিল্ডারকে কোম্যানের সঙ্গে বসে থাকতে হবে গ্যালারিতে। অন্যদিকে অধিনায়ক বুশকেটসের হলুদ কার্ডের বিরুদ্ধেও আপিল করেছিল। সেটাও কাজে আসেনি।