রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে ভিয়ারিয়াল

আগের ম্যাচে মায়োর্কার বিপক্ষে গোল উৎসব করে ম্যাচ জিতেছিল রিয়াল মাদ্রিদ। ৬-১ গোলে জেতা ম্যাচটিতে করিম বেনজেমা জোড়া গোল করেছিলেন। আর আসেনসিও হ্যাটট্রিকের দেখা পান। এমন ম্যাচের পর আজ লা লিগায় কোনও মতে ড্র করেছে কার্লোস আনচেলত্তির দল! ভিয়ারিয়াল তাদের রুখে দিয়েছে। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে গোল শুন্য ড্র দিয়ে।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে বল দখলে ভিয়ারিয়াল বেশ এগিয়ে। ৬৩ ভাগ বল দখলে থেকে আক্রমণেও গেছে। কিন্তু তাদের একাধিক প্রচেষ্টা ভীতি ছড়িয়েছে। কোনও সময় গোলকিপার কোর্তোয়া রুখে দিয়েছেন। আবার রক্ষণে এসে বাধাপ্রাপ্ত হয়েছে। ফিনিসিং দুর্বলতাও চোখে পড়েছে। বিপরীতে রিয়াল চেষ্টা করেও পারেনি লক্ষ্যভেদ করতে; বরং নিজেদের খুঁজে পেতে কষ্ট হয়েছে বেনজেমাদের।

৩৩ মিনিটে বেনজেমার পেনাল্টির আবেদন করলেও রেফারি তাতে সায় দেয়নি। স্পট কিক পেলে হয়তো এগিয়ে যাওয়ার সুযোগ হতো।

বিরতির পর বল দখলে প্রায় সমানে সমান। কিন্তু গোলের দেখা পায়নি কোনও দলই। ৭২ মিনিটে এডেন হ্যাজার্ড নেমেও কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

ড্র করলেও রিয়াল মাদ্রিদের শীর্ষস্থান অটুটই রয়েছে। রিয়াল ৭ ম্যাচে দ্বিতীয় ড্রতে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। ভিয়ারিয়াল এক ম্যাচ কম খেলে পঞ্চম ড্রতে ৮ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে।

/টিএ/আইএ/