সাফের মিশনে বাংলাদেশ দল এখন মালদ্বীপে

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশ দল এখন মালদ্বীপের রাজধানী মালেতে। বিকালে রওনা দিয়ে রাতেই নিরাপদে পৌঁছে যায় জামাল ভূঁইয়ারা।

আগামীকাল (বুধবার) বিকালে মালের হেনভেইরু ট্রেনিং মাঠে প্রথম অনুশীলনে নামবে অস্কার ব্রুজনের দল। সেখানকার আবহাওয়াও অনুকূলে আছে। ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১ অক্টোবর, শ্রীলঙ্কার বিপক্ষে। টানা চারবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাংলাদেশ দলের লক্ষ্য এবার শিরোপা।

অধিনায়ক জামাল ভূঁইয়া যাওয়ার আগে বলে গেছেন, ‘ট্রফির জন্য খেলবো আমরা। দলের সবাই উজ্জীবিত।’

বাংলাদেশ দল:

আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, কাজী তারিক রহমান, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া, শহীদুল আলম সোহেল, সোহেল রানা, সাদ উদ্দিন, রেজাউল করিম, রাকিব হোসেন, আশরাফুল ইসলাম রানা, মোহাম্মদ হৃদয় ও সুমন রেজা।