ফাতির গোলে বার্সেলোনার হাসি, লেভানদোভস্কির হ্যাটট্রিকে বায়ার্নের জয়

চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে বার্সেলোনার জন্য জয়টা বেশ প্রয়োজন ছিল। ডায়নাভো কিয়েভের বিপক্ষে নিজেদের মাঠে জয় এসেছিল। এবার প্রতিপক্ষের মাঠেও জয়ের ধারা অব্যাহত রাখলো কাতালানরা। জয়ের নায়ক আনসু ফাতি। ১৯ বছর বয়সী ফরোয়ার্ডের লক্ষ্যভেদে বার্সেলোনা ১-০ গোলে হারিয়েছে ডায়নাভো কিয়েভকে। অন্য ম্যাচে রবার্তো লেভানদোভস্কির হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখ ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বেনফিকাকে।

‘ই’ গ্রুপ বায়ার্ন মিউনিখ চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। বার্সেলোনা সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বেনফিকা ৪ ও ডায়নামো কিয়েভ ১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে।

কিয়েভের মাঠে বল দখলে এগিয়ে থেকে আক্রমণও করেছে বার্সেলোনা। কিন্তু প্রথমার্ধে কোনও লক্ষ্যভেদ করতে পারেনি। ম্যাচ শুরুর ৪ মিনিটে বার্সেলোনা গোল পেতে পারতো। কিন্তু মেমফিস দিপাইয়ের বাঁ পায়ের শট ডিফেন্ডার প্রতিহত করেন। ৬ মিনিট পর মেমফিস দিপাইয়ের পাসে আনসু ফাতি ডান পায়ে শট নিলেও আবারও ডিফেন্ডার গোল হতে দেয়নি। ২২ মিনিটে আনসু ফাতির পাসে বাসকুয়েটসের বক্সের বাইর থেকে নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে যায়।

একটু গুছিয়ে নিয়ে ডায়নামো কিয়েভ আক্রমণ যায়। কিন্তু সফল হতে পারেনি। ২৪ মিনিটে মাইকোলা শাপারেন্কোর বা পায়ের শট বাইরে দিয়ে গেলে সমর্থকদের হতাশ হতে হয়। পরের মিনিটে কার্লোস দি পিনার শট প্রতিহত করেন গোলকিপার। ৩ মিনিট পর আবারও শাপারেন্কোর শট লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির ৩ মিনিট আগে বার্সেলোনা সুযোগ নষ্ট করে। নিকোলাস গন্জালেসের হেড জালে জড়ানোর আগে ডিফেন্ডার প্রতিহত করেন। বিরতির পর আক্রমণ অব্যাহত রেখে বার্সেলোনা গোল করতে সমর্থ হয়।

৬৩ মিনিটে নিকোলাস গন্জালেসের শট ডিফেন্ডার প্রতিহত করেন। কিন্তু ৭ মিনিট পর ঠিকই গোল পেয়েছে কাতালানরা।৭০ মিনিটে বক্সের ভিতরে থেকে আনসু ফাতি গোল করে দলকে এগিয়ে নেন।

গোল শোধে চেষ্টা করেও ডায়নাভো ম্যাচে সমতা আনতে পারেনি। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। নতুন কোচের অধীনে লা লিগায় আগের ম্যাচে ড্র হলেও এবার জয়ের মুখ দেখলো কাতালানরা।