‘সামনে হ্যাটট্রিকের অনেক সুযোগ আসবে’

অনেক আশা নিয়ে ব্রাজিল থেকে এবার ‘নাম্বার নাইন’ উড়িয়ে এনেছে আবাহনী লিমিটেড। চাইনিজ লিগে খেলে আসা ৩১ বছর বয়সী স্ট্রাইকার দোরিয়েন্তল অবশ্য প্রথম ম্যাচ খেলতে পারেননি আন্তর্জাতিক ছাড়পত্র না আসায়। তবে মঙ্গলবার স্বাধীনতা কাপ দিয়ে অভিষেক হয়ে গেছে তার। শুরুতেই দেখালেন ঝলক। রহমতগঞ্জের বিপক্ষে দল জিতেছে ৩-১ গোলে। যেখানে দোরিয়েন্তলের লক্ষ্যভেদ দুটি। হ্যাটিট্রিকের সুযোগ থাকলেও নিজে না নিয়ে সতীর্থ রাফায়েল অগাস্তোকে দিয়ে গোল করিয়েছেন। এ নিয়ে অবশ্য কোনও খেদ নেই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের মনে।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আবাহনী। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে তাই সমর্থকরা উচ্ছ্বাস দেখিয়েছেন। হাততালি দিয়ে সেই অভিবাদনের জবাবও দিয়েছে আকাশি-নীল জার্সিধারীরা। মাঠ ছাড়ার আগে দোরিয়েন্তল উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচে ২ গোল করেছি। আমি খুশি। হ্যাটট্রিক পাইনি বলে খারাপ লাগার কিছু নেই। অগাস্তোর সঙ্গে আমার বোঝাপড়া ভালো। ও গোল করেছে এতে আমি খুশি। সামনে অনেক সময় আছে। হ্যাটট্রিক করার সুযোগ নিশ্চয় আসবে।’

চলমান মৌসুমে গোলের বৃষ্টি ঝরাতে চাইছেন দোরিয়েন্তল। তবে গোলের সংখ্যা ঠিক করেননি, বললেন, ‘দল জিতেছে আমি খুশি। কত গোল করবো এই মৌসুমে তা বলতে পারছি না। সময় বলে দেবে। দলকে সাফল্য এনে দিতে পারলে নিজের কাছেই ভালো লাগবে।’

পুরোপুরি ফিটনেস না থাকলেও প্রথম ম্যাচে নেমে নিজের জাত চিনিয়েছেন দোরিয়েন্তল। দলের সঙ্গে বেশিদিন হয়নি অনুশীলন করেছেন। তারপরও নেমেই জোড়া গোল। স্বদেশী অগাস্তোর সঙ্গে বোঝাপড়া বেশ ভালোই হয়ে গেছে তার।

আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস দুই ব্রাজিলিয়ানের পারফরম্যান্সে খুশি, ‘অগাস্তো ভালো খেলেছে। দোরিয়েন্তল তো পুরো ফিটও নয়। তারপরও ২ গোল করেছে। ভালো খেলেছে। প্রথম ম্যাচে ওর খেলা দেখে আমি সন্তুষ্ট। সামনে আরও ভালো ফুটবল খেলবে দল।’