প্রিমিয়ার ফুটবল লিগ ৩ ফেব্রুয়ারি শুরু

ফেডারেশন কাপ ফুটবল শেষ হয়েছে। এই মাসের মাঝামাঝি সময়ে প্রিমিয়ার লিগও শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই মাসে তা আর হচ্ছে না। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে প্রিমিয়ার লিগের ১৪তম আসর মাঠে গড়াতে যাচ্ছে।

এই মাসেই রয়েছে ফিফা প্রীতি ম্যাচ। আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বালিতে হবে ম্যাচ দুটি। নতুন স্প্যানিশ কোচের অধীনে দল যেন কিছুদিন অনুশীলনের সুযোগ পায়, সেই ভাবনাতেই লিগ পরবর্তী মাসে নেওয়া হয়েছে।

পেশাদার লিগ কমিটির সভা শেষে চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘নতুন কোচ যাতে কিছু দিন অনুশীলন করতে পারে, তাই ক্লাবগুলার অনুরোধে কিছুদিন লিগ পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ক্লাবগুলো পূর্ণ সূচি ও ভেন্যু চেয়েছে।’

ঢাকার কাছাকাছি ৬ ভেন্যুতে হবে লিগের খেলা। তবে ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি এই কমিটি। পরবর্তী সভাতে সেটি চূড়ান্ত করা হবে। এর মধ্যে বসুন্ধরা কিংস কুমিল্লার জায়গায় তাদের স্পোর্টস কমপ্লেক্সে খেলতে চিঠি দিয়েছে।