কাজী নাবিল আহমেদ করোনায় আক্রান্ত

করোনাভাইরাস প্রতিরোধে ডাবল ডোজ টিকা নেওয়া ছিল আগেই। গত জানুয়ারিতে বুস্টার ডোজও নিয়েছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তারপরও করোনা থেকে রক্ষা পেলেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এই সহ-সভাপতি। ৮ মার্চ করোনা পজিটিভ হয়ে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন তিনি।

আজ (বৃহস্পতিবার) নিজের ফেসবুক পেজে করোনায় আক্রান্তের খবর দিয়েছেন কাজী নাবিল। সেখানে আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জের দায়িত্ব সামলানো এই বাফুফে কর্তা লিখেছেন, ‘আমার করোনা পজিটিভ, মাঝারি ধরনের লক্ষণ দেখা যাচ্ছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করছি। ধীরে ধীরে আমি সুস্থতার পথে।’

এরপরই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে এই প্রথিতযশা ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ লিখেছেন, ‘আপনারা সবাই সতর্ক থাকবেন ও করোনা প্রতিরোধের নিয়মনীতি মেনে চলবেন। আপনাদের সবাইকে করোনার টিকা ও বুস্টার ডোজ নেওয়ার অনুরোধ করছি। আমার সুস্থতার জন্য আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী।’