X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

সৌদিতে ক্যাম্প করলে ভালো ফল হবে: কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৭

বিশ্বকাপ বাছাইয়ে ঢাকায় লেবাননের বিপক্ষে ভালো খেলেও ড্র করতে হয়েছিল বাংলাদেশকে। বিরতি দিয়ে আবারও বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। ২১ ও ২৬ মার্চ এবার ফিলিস্তিনের বিপক্ষে লড়াই। দুটি ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে ক্যাম্পসহ নানান পরিকল্পনা ও নিজেদের লক্ষ্যের কথা সভা শেষে আজ জানিয়েছেন জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

বিশ্বকাপ বাছাই ফুটবলে বাংলাদেশের সামনের ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে। আগামী ২১ মার্চ ঢাকায় ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচ হওয়ার কথা ছিল। তা এখন বদলে বাংলাদেশই একই তারিখে অ্যাওয়ে ম্যাচ খেলবে। কুয়েতে সেদিন খেলে এরপর ঢাকায় এসে ২৬ মার্চ কিংস অ্যারেনাতে হোম ম্যাচ খেলবে লাল-সবুজ দল। দুটি ম্যাচকে সামনে রেখে ১৫ দিনের জন্য সৌদি আরবে আবাসিক ক্যাম্প করতে যাচ্ছে হাভিয়ের কাবরেরার দল।

কাজী নাবিল আহমেদ সভা শেষে এমন পরিকল্পনা জানিয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মার্চে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে। এর আগে লেবানন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছি। এর জন্য সৌদি আরবে ক্যাম্প হবে। ফিলিস্তিন অনুরোধ করায় আগে কুয়েতে খেলা হবে। আমরাও সৌদি আরবে অনুশীলন করে সেখানে খেলতে যাবো। আমাদের জন্যও সুবিধা হয়েছে। আবহাওয়াসহ সব কিছুর সঙ্গে দল আগেই মানিয়ে নিতে পারবে।’

সৌদি আরবে আবাসিক ক্যাম্প করার পাশাপাশি সেখানে দুটি অনুশীলন ম্যাচও খেলার অনুরোধ করা হয়েছে। কাজী নাবিল বলেছেন, ‘সৌদি আরবকে অনুরোধ করেছি দুটো অনুশীলন ম্যাচ আয়োজনের জন্য। আশা করছি তারা তা দেবে।’

বিশ্বকাপ বাছাইয়ে শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ফল হয়নি। অ্যাওয়ে ম্যাচটিতে বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। পরে ঢাকায় লেবাননের বিপক্ষে জিততে জিততে ড্র করতে হয়েছে। কাজী নাবিলের মূল্যায়ন, ‘পর্যবেক্ষণ ছিল অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী দল। ফল আশানুরূপ হয়নি। তবে দেখার ছিল শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা। তারা শারীরিকসহ সব দিক দিয়ে এগিয়ে ছিল। এরপর লেবাননের বিপক্ষে জিতলেও অবাক হওয়ার কিছু ছিল না। আমার মনে হয় লেবাননই ড্র করতে পেরে সন্তুষ্ট। আমার বিশ্বাস, সৌদি আরবে ক্যাম্প করতে পারলে সামনে ম্যাচগুলোতে ভালো ফল হবে।’

প্রিমিয়ার লিগে স্থানীয় অনেকেই গোল পাচ্ছে। তাদের পারফরম্যান্সও আগের চেয়ে ভালো হচ্ছে। এছাড়া লেবাননের বিপক্ষে  পারফরম্যান্স ফিলিস্তিন ম্যাচেও থাকবে বলে কাজী নাবিলের বিশ্বাস, ‘প্রিমিয়ার লিগে সবাই ভালো করছে। উত্থান-পতন হচ্ছে। ভালো ভালো গোল হচ্ছে। তা জাতীয় দলেও প্রভাব রাখবে। এছাড়া লেবাননের চেয়ে ফিলিস্তিন আরও ভালো দল। আমাদের খেলতে বেগ পেতে হবে। এরপর লেবানন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হবে। আশা করছি আমরা ভালো করবো। ফল কী হবে জানি না। এই দলগুলোর সঙ্গে খেলে ভিন্ন অভিজ্ঞতা হচ্ছে।’

জাতীয় দলের ম্যাচে ক্রমাগত কার্ড দেখছেন শেখ মোরসালিনরা। এ নিয়ে উদ্বিগ্ন টিমস কমিটিও। কাজী নাবিল বলেছেন, ‘তাদের ক্রমাগত কাউন্সেলিং করে যাচ্ছি। করে যেতে হবে। ক্লাবগুলোকে তা করতে হবে। খামোখা বিনা কারণে কার্ড পেলে তা স্ট্র্যাটেজি অনুযায়ী সুবিধা বয়ে আনে না, সেটা তাদের উপলব্ধি করতে হবে।’

বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে আজই প্রথম বাফুফে ভবনে আসেন। তাই জাতীয় টিমস কমিটি ও ফেডারেশনের এক্সিকিউটিভদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবপ্রথম দিন: বৃষ্টিস্নাত সন্ধ্যায় রবির গান আর দুই কিংবদন্তিকে স্মরণ
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
সর্বশেষ খবর
কাম্য শিক্ষার্থী না থাকলে নিয়োগের চাহিদা পাঠালে ব্যবস্থা
কাম্য শিক্ষার্থী না থাকলে নিয়োগের চাহিদা পাঠালে ব্যবস্থা
লালমনিরহাটে আগুনে পুড়লো ২৫টি দোকান
লালমনিরহাটে আগুনে পুড়লো ২৫টি দোকান
অবসরের পর কেউ আমাকে খুঁজেই পাবে না: কোহলি
অবসরের পর কেউ আমাকে খুঁজেই পাবে না: কোহলি
বাড়ছে আইন মন্ত্রণালয়ের হেল্পলাইনের কর্মপরিধি ও সময়সীমা
বাড়ছে আইন মন্ত্রণালয়ের হেল্পলাইনের কর্মপরিধি ও সময়সীমা
সর্বাধিক পঠিত
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা