X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আরও সুবিধা হবে: কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জানুয়ারি ২০২৪, ১৮:৩৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২০:২০

টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে জয়ী হয়েছেন কাজী নাবিল আহমেদ। এবারের নির্বাচনে জিতেছেন বিপুল ভোটে এগিয়ে থেকে। চারদিক থেকে অভিনন্দন বৃষ্টিতে সিক্ত হচ্ছেন। হ্যাটট্রিক জয়ের পেছনে তিনি নিজ এলাকার জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি ক্রীড়াঙ্গনের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। পুনরায় নির্বাচিত হওয়ায় ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে সুবিধা হবে বলে কাজী নাবিল বিশ্বাস করেন। 

কাজী নাবিল দীর্ঘদিন ধরে আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ পদে আছেন। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) সহসভাপতি হয়ে কাজ করে যাচ্ছেন। তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে কাজী নাবিল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নিজের এলাকায় দীর্ঘদিন ধরে উন্নয়নমূলক কাজের পাশাপাশি জনগণের সঙ্গে আছি। সামনেও তাদের সুখে-দুঃখে  থাকবো। এর জন্য আমাকে আবারও নির্বাচিত করা হয়েছে। ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ। নিজের এলাকায় ক্রীড়া উন্নয়নেও কাজ করে যাবো।’

এই জয়ে ক্রীড়াঙ্গনের অবদানও কম নয়। বিশেষ করে ফুটবলের বিষয়টি প্রসঙ্গক্রমে এসেই যায়। কাজী নাবিলও বললেন, ‘আমি সংসদ সদস্য হওয়ার আগে থেকেই বাফুফেতে আছি। ফুটবলের মাধ্যমে সবার সঙ্গে পরিচয় বাড়ে। তা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ থাকে। এরই মধ্যে আমি বাফুফে ছাড়াও এএফসিতে কাজ করছি। এবারও সংসদ সদস্য হয়ে ফুটবলের জন্য আরও ভালোভাবে কাজ করার সুযোগ পাচ্ছি। সামনের দিকে নিশ্চয়ই দেশের ফুটবলকে এগিয়ে নিতে আরও সুবিধা হবে। শুধু ফুটবল নয়, একই সঙ্গে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার কাজ করতে পারবো।'

পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডকে এগিয়ে নিতে কাজ করছেন কাজী নাবিল। আবাহনীকে নিয়েও শোনালেন প্রত্যাশার কথা, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের হাতে গড়া আবাহনী এখন দেশের অন্যতম সেরা ক্লাব। এই ক্লাবকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি। সংসদ সদস্য হয়ে সামনের দিকে ক্লাবের উন্নয়নে আরও কাজ করার সুযোগটা কাজে লাগাবো। আশা করছি সবাই মিলে দেশের ক্রীড়াঙ্গনের অগ্রসরে কাজ করে যেতে পারবো। এতে ফুটবল ছাড়াও অলিম্পিকের অধিভুক্ত অন্যান্য খেলা কিংবা আবাহনী ক্লাবও এগিয়ে যাবে। আন্তর্জাতিকভাবে আরও সাফল্য পাবে।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবপ্রথম দিন: বৃষ্টিস্নাত সন্ধ্যায় রবির গান আর দুই কিংবদন্তিকে স্মরণ
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
সর্বশেষ খবর
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
বনানীতে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু
বনানীতে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কারাগারে
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কারাগারে
বাড্ডায় কারখানার আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যু
বাড্ডায় কারখানার আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
রণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
উদ্বিগ্ন হোয়াইট হাউজরণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার