মেসিকে ফেরানোর সঙ্গে বড় চমক দিলো আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের আগের দুই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। আসলে স্কোয়াডেই ছিলেন না প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড। তবে এ মাসের দুটো বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাকে ফেরানোর সঙ্গে বড় চমক দিয়েছে আলবিসেলেস্তেরা। ইউরোপের একাডেমিতে খেলা ৭ তরুণকে সুযোগ দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পর সুস্থ হওয়ার প্রক্রিয়ায় থাকায় জানুয়ারির বিশ্বকাপ বাছাইয়ে ছিলেন না মেসি। এবার কোনও সমস্যা না থাকায় তার ফেরাটা অনুমিতই ছিল। তবে একসঙ্গে ৭ তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়ে বড় চমকই দিয়েছেন স্কালোনি। এমন খেলোয়াড়ও আছেন, জাতীয় দল তো দূরে থাক, ক্লাব ফুটবলেও মূল দলে খেলা হয়নি!

তাদেরই একজন আলেহান্দ্রো গারনাচো। ১৭ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গারের এখনও রেড ডেভিলদের মূল দলে সুযোগ হয়নি। দুই বছর আগে আতলেতিকো মাদ্রিদ থেকে ইংলিশ ক্লাবটিতে যোগ দিলেও মূল মঞ্চে নামা হয়নি। তবে চলতি মৌসুমের শুরুতে এফএ ইয়ুথ কাপে চোখ ধাঁধানো এক গোল করে নজরে আসেন এই তরুণ উইঙ্গার।

গারনাচোর মতো স্কালোনির দলে চমক হিসেবে আছেন- নিকোলাস পাস (রিয়াল মাদ্রিদ), থিয়গো জেরালনিক (ভিয়ারিয়াল), দুই ভাই ফ্রাঙ্কো কারবোনি ও ভালেনতিন কারবোনি (ইন্টার মিলান), মাতিয়াস সুলে (জুভেন্টাস) এবং লুকাস রোমেরো (লাৎসিও)।

একসঙ্গে এত নতুন মুখ সুযোগ পাওয়ার কারণ আছে। আর্জেন্টিনা দলে নিয়মিত খেলে আসা কয়েকজন খেলোয়াড় খেলতে পারছেন না। নিয়ম ভেঙে ব্রাজিলে খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পাওয়া গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস, ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো এবং মিডফিল্ডার জিওভানি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া খেলতে পারছেন না।  

লাতিন আমেরিকা অঞ্চলের এবারের বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২৫ মার্চ ঘরের মাঠে আতিথ্য দেবে ভেনেজুয়েলাকে। চার দিন পর ইকুয়েডরের মাঠে খেলতে যাবে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ের শেষ রাউন্ডে খেলতে নামতে যাওয়া আর্জেন্টিনা ইতিমধ্যে নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপের মূল পর্ব।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুই, হুয়ান মুসো; ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, নিকোলাস ওতামেন্দি, হুয়ান ফয়েথ, লুকাস মার্তিনেস, জেরমান পেজ্জেয়া, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগিয়াফিকো; মিডফিল্ডার: রোদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রোদ্রিগেস, এসকিয়েল পালাসিয়োস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লুকাস ওকাম্পোস, আলেহান্দ্রো গারনাচো, মানুয়েল লানজিনি, নিকোলাস পাস, থিয়াগো জেরালনিক, ফ্রাঙ্কো কারবোনি, ভালেনতিন কারবোনি; ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস, নিকোলাস গনসালেস, আনহেল কোরেয়া, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেস, হোয়াকিন কোরেয়া, মাতিয়াস সুলে, লুকাস বোয়ে, লুকাস রোমেরো।