চ্যাম্পিয়নস লিগ

আগে ছিলেন রোনালদো, এখন হলেন বেনজেমা

এককথায় উড়ছেন করিম বেনজেমা। প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটির কথা মনে আছে। সান্তিয়াগো বার্নাব্যুর দ্বিতীয় লেগে দুর্দান্ত হ্যাটট্রিকে অবিশ্বাস্য জয় এনে দিয়ে কোয়ার্টার ফাইনালে তুলে নেন রিয়াল মাদ্রিদকে। শেষ আটের লড়াইয়েও সেই একই রূপ ফরাসি স্ট্রাইকারের। চেলসির ঘরের মাঠে গিয়ে আবারও করলেন হ্যাটট্রিক। তাতে নতুন ইতিহাস লিখে ফেললেন ৩৪ বছর বয়সী তারকা।

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল ৩-১ গোলে হারিয়েছে চেলসিকে। স্টামফোর্ড ব্রিজে সফরকারীদের তিনটি গোলই বেনজেমার। দুর্দান্ত এই অর্জনে ক্রিস্তিয়ানো রোনালদোর একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন বেনজেমা।

ফরাসি তারকার একসময়কার রিয়াল সতীর্থ নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। যেটি এতদিন ছিল শুধু তার কীর্তি হিসেবে। এবার রোনালদোর সেই কীর্তির পাশে লেখা হলো বেনজেমার নামও। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নকআউট রাউন্ডে টানা হ্যাটট্রিক পেয়েছেন ফরাসি স্ট্রাইকার।

২০১৭ সালে রিয়ালের জার্সিতেই বায়ার্ন মিউনিখ ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। ওটাই ছিল একমাত্র ঘটনা। সময়ের পালাবদলে ২০২২ সালে এসে পর্তুগিজ যুবরাজের মতো নকআউট পর্বে টানা হ্যাটট্রিক পেলেন বেনজেমা। পিএসজির বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচের পর এবার চেলসির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে ৩ গোল করেছেন তিনি।