সুশান্ত ত্রিপুরার দুঃখ, আবাহনী কোচের আক্ষেপ

এএফসি কাপে আগামী মঙ্গলবার মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ জায়ান্ট আবাহনী লিমিটেড। বর্তমানে মারিও লেমসের দল আছে সিলেটে। সেখানে চলছে নিবিড় অনুশীলন। দলের সঙ্গে অনুশীলনের সুযোগ থাকলেও এএফসি কাপের তিনটি ম্যাচই গ্যালারিতে বসে দেখতে হবে ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরাকে!

গত এএফসি কাপে মালে জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের হয়ে মোহনবাগানের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন সুশান্ত। যে কারণে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ১ হাজার ডলার জরিমানা গুনতে হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও কাজে আসেনি। তাই এবার আবাহনীতে নাম লেখানো এই ডিফেন্ডারের এএফসি কাপের প্রথম তিন ম্যাচ বাইরে থাকতে হবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কমপিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সুশান্ত ত্রিপুরার আপিল করলেও এএফসি তা আমলে নেয়নি। কেননা লাল কার্ডের কারণে এমনিতেই প্রথম ম্যাচ খেলতে পারবে না। বাকি দুটি ম্যাচ ডিসিপ্লিনারি কমিটি থেকে এসেছে। যা আপিলযোগ্য নয়।’

খেলতে না পেরে ভীষণ হতাশ সুশান্ত, ‘লাল কার্ড দেখলাম বসুন্ধরার হয়ে। আর সাসপেনশনের কারণে খেলতে পারবো না আবাহনীর হয়ে। এটা বেদনার। এখন খেলতে না পারলে কী করার আছে! দলের জন্য শুভকামনা রইলো। আশা করছি দল ভালো করবে।’

আকাশি-নীল জার্সিধারীদের পর্তুগিজ কোচ মারিও লেমসও হতাশ, ‘সুশান্ত দলের অপরিহার্য খেলোয়াড়। তাকে না পাওয়াটা দলের জন্য বড় ক্ষতি।’