ইস্টবেঙ্গলের সমর্থনও পাচ্ছে আবাহনী!

বাংলাদেশে যেমন আবাহনী-মোহামেডানের বিপরীতমুখী অবস্থান। সমর্থকরা দুই শিবিরে বিভক্ত। তেমনি ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে ইস্টবেঙ্গল-মোহনবাগানও তাই। এখনও ফুটবলে সেখানে সমান জনপ্রিয়। মাঠে গ্যালারি ভর্তি সমর্থক থাকে। এএফসি কাপে প্লে অফ ম্যাচ খেলতে আবাহনী এখন কলকাতায়। ১৯ এপ্রিল মোহনবাগানের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কট্টর সমর্থকদের কেউ কেউ চাইছে ম্যাচটি আবাহনী লিমিটেড জিতুক!

একদিন আগে কলকাতা পৌঁছে আবাহনী আজ (রবিবার) বিকালে ঘণ্টা দেড়েক মাঠে ঘাম ঝরিয়েছে। যুব ভারতীয় ক্রীড়াঙ্গনের মূল মাঠের পাশে জীবন-কলিনদ্রেসরা অনুশীলন করেছে। অন্য পাশে ছিল মোহনবাগানের খেলোয়াড়েরা।  অনুশীলনের আগে ও পরে আবাহনী শিবিরে অনেক ইস্টবেঙ্গলের সমর্থকরা এসে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন। কেউ কেউ তো এসে আবাহনী সংশ্লিষ্টদের সরাসরি বলছেন, 'দাদা  ধরিয়ে দিতে হবে মোহনবাগান কে!'

একসময় এই বাংলা থেকে ওখানে যারা থিতু হয়েছেন ইস্টবেঙ্গল দলটি তাদের হাত দিয়েই গড়া। এছাড়া প্রয়াত সাবেক তারকা মোনেম মুন্না ইস্টবেঙ্গলের হয়ে সেখানে একসময় মাঠ মাতিয়েছেন। পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা।

তাই হয়তো চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিপক্ষে বাংলাদেশের দলটাকে পেয়ে আবেগটা একটু বেশি ইস্টবেঙ্গল সমর্থকদের।

আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু কলকাতা থেকে  বাংলা ট্রিবিউনকে পরিস্থিতি তুলে ধরে বলেছেন, 'এখানে ইস্টবেঙ্গলের পরিচিত সমর্থকরা আমাদের শুভেচ্ছা জানাচ্ছে।  সাপোর্ট দিচ্ছে। তারা চাইছে আমরা যেন মোহনবাগানের বিপক্ষে ম্যাচ জিততে পারি।'

কলকাতার আবহাওয়া ঢাকার মতোই। বেশ গরম। আগামীকাল সোমবার রাতে মূল ভেন্যুতে অনুশীলন করবে আকাশী-নীল জার্সিধারীরা। ১৯ এপ্রিলের মহারণ জিততেই মারিও লেমসের দলের আপ্রাণ চেষ্টা।IMG-20220417-WA0033