ব্রাজিলিয়ানের জোড়ায় জয়রথ ছুটছে বসুন্ধরার

এএফসি কাপ খেলতে শনিবার ঢাকা ছাড়ার কথা বসুন্ধরা কিংসের। তার আগে প্রিমিয়ার লিগে স্বস্তির জয় পেয়েছে অস্কার ব্রুজনের দল। ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরার জোড়া লক্ষ্যভেদে বসুন্ধরা ২-১ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে।

আজ (বৃহস্পতিবার) রাজশাহীর মাঠে ম্যাচ ঘড়ির ১২ মিনিটে রবিনিয়ো-মিগেল জুটির দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় বসুন্ধরা। পায়ের কারিকুরিতে দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে গিয়ে বক্সে থ্রু দেন রবিনিয়ো, স্লাইডিং ট্যাপে জাল খুঁজে নেন মিগেল।

২৯ মিনিটে রবিনিয়োর থ্রু পাস ধরে গোলকিপারকে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি সোহেল রানা। পরের মিনিটই অবশ্য রবিনিয়োর কাট ব্যাকে জোরালো নিচু কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মিগেল। এ নিয়ে চার ম্যাচে ৫ গোল এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের।

প্রথমার্ধের শেষ দিকে হ্যাটট্রিক পূরণের সুযোগ এসেছিল মিগেলের সামনে। কিন্তু রবিনিয়োর ক্রসে তার হেড ঝাঁপিয়ে আটকান গোলকিপার মোহাম্মদ নেহাল।

দ্বিতীয়ার্ধেও বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য ধরে রাখে বসুন্ধরা। তবে নেহালের বড় পরীক্ষা নিতে পারেনি লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। সুমন রেজার বদলি নেমে এলিটা কিংসলে কিছু করতে পারেননি।

বরং শেষ দিকে এসে পুলিশ ব্যবধান কমায়। ৮০ মিনিটে ক্রিস্তিয়ান কুয়াকোকে বক্সে পেছন থেকে বিশ্বনাথ ঘোষ ফাউল করলে পেনাল্টি পায় পুলিশ। দানিলো বুলেট গতির স্পট কিকে ব্যবধান কমান। বাকি সময়ে দলটি পারেনি বসুন্ধরার পয়েন্টে ভাগ বসাতে।

দিনের অন্য ম্যাচে শেখ জামাল ১-০ গোলে রহমতগঞ্জকে ও সাইফ স্পোর্টিং ৩-১ গোলে হারিয়েছে মোহামেডানকে।

১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বসুন্ধরা এককভাবে শীর্ষে। সমান ম্যাচে পুলিশ ১৯, শেখ জামাল ৩০, সাইফ ২৭ ও মোহামেডানের পয়েন্ট ২২।