অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে বাহরাইন-কাতারের গ্রুপে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে শক্ত গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও বাকি চার দল হলো- নেপাল, ভুটান, বাহরাইন ও কাতার।

র‌্যাঙ্কিং অনুযায়ী গ্রুপে কাতার বেশ এগিয়ে। তাদের অবস্থান ৫১। বাহরাইন ৮৯, নেপাল ১৬৮ ও ভুটান আছে ১৮৭তম স্থানে। আর বাংলাদেশের অবস্থান ১৮৮।

টুর্নামেন্টে ১০ গ্রুপের সেরা ও পাঁচ সেরা রানার্সআপ ২০২৩ সালে উজবেকিস্তানে মূলপর্বে খেলার সুযোগ পাবে। ১০ থেকে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশের গ্রুপ পর্ব হবে বাহরাইনে।

গতবার অনূর্ধ্ব-১৯ বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশ চার দলের মধ্যে চতুর্থ হয়েছিল। বাহরাইন ও ভুটানের কাছে হারের পর তারা একমাত্র ড্রটি করেছিল জর্ডানের বিপক্ষে।