মুক্তিযোদ্ধা সংসদের জালে পুলিশের ৪ গোল

প্রথমার্ধেই ৩ গোল করে জয় দেখে নেয় পুলিশ এফসি। বিরতির পরও তাদের আধিপত্য খর্ব হয়নি। শুরুর দিকে একটু ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র পারেনি বড় হার এড়াতে। আজ (বুধবার) প্রিমিয়ার ফুটবল লিগে পুলিশ এফসি ৪-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদকে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচ ঘড়ির তৃতীয় মিনিটে মোস্তাক রহমানের ভুলে গোল পেয়ে যায় পুলিশ। ভুল পাসে বক্সের মধ্যেই ক্রিস্তিয়ান কোয়াকোর পায়ে বল তুলে দেন মুক্তিযোদ্ধা সংসদ গোলকিপার। দেখেশুনে ডান পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন কোয়াকো।

১৮ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদ সমতায় ফেরে। ডান দিক থেকে জাপানিজ মিডফিল্ডার সোমা ওতানির ক্রসে বাইসেকেল শটে লক্ষ্যভেদ করেন সুদি আব্দুল্লাহ।

২৬ মিনিটে আবারও পুলিশের দাপট। এবার আমিরউদ্দিন শরিফির বাড়ানো পাসে লক্ষ্যভেদ করেন কোয়াকো।

৩১ মিনিটে মোস্তাকের জায়গায় মোহাম্মদ রাজীবকে পোস্ট সামলে রাখার দায়িত্ব দেন মুক্তিযোদ্ধা সংসদ কোচ। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি।

বিরতিতে যাওয়ার আগমুহূর্তে কোয়াকোর পাসে স্কোরলাইন ৩-১ করেন এমএস বাবলু। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান এই ফরোয়ার্ড।

এই হারে মুক্তিযোদ্ধা ১৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের কাছাকাছি আছে। অন্যদিকে ২৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পুলিশ।