বার্সেলোনা ছেড়ে চেলসিতে অবামেয়াং

বার্সেলোনা অধ্যায় মাত্র সাত মাসে শেষ হয়ে গেলো। গত জানুয়ারিতে কাতালান ক্লাবে অনেক আশা নিয়ে যোগ দিলেও শেষটা হলো হতাশায়। পিয়েরে-এমেরিক অবামেয়াং ব্যর্থ নন, বরং বিপদের সময় ‘উদ্ধার’ করেছিলেন বার্সোলোনাকে। হতাশার কথা উঠছে এই কারণে, কাতালান ক্লাবটিতে সময়টাই তো তার হলো না। কয়েক মাসের মধ্যে তাকে আবার ফিরতে হলো ইংল্যান্ডে।

গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। সেটিই সত্যি হলো। বার্সেলোনা ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন অবামেয়াং। এবারের গ্রীষ্মের দলবদলে রবার্ত লেভানদোভস্কিকে দলে ভিড়িয়েছে বার্সা। ফলে মূল স্ট্রাইকার হিসেবে পোলিশ তারকাই খেলবেন। সেক্ষেত্রে বেঞ্চ গরম করতে হতো অবামেয়াংকে। তার মানের খেলোয়াড়ের বেঞ্চে থাকা মোটেও শোভা পায় না। ফলে গ্রীষ্মের দলবদলে তার ন্যু ক্যাম্প ছাড়া নিশ্চিত হয়ে যায়। চেলসিতে নাম লিখিয়ে সেই আনুষ্ঠানিকতা সেরেছেন গ্যাবন স্ট্রাইকার।

ফ্রি টান্সফারে বার্সেলোনায় গিয়েছিলেন অবামেয়াং। তবে তাকে পেতে চেলসিকে খরচ করতে হয়েছে ১০ মিলিয়ন পাউন্ড। চুক্তি চূড়ান্ত হয়ে যাওয়ায় এই স্ট্রাইকার আবারও ফিরলেন প্রিমিয়ার লিগে। গত জানুয়ারিতে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার। গানারদের জার্সিতে ১৬৩ ম্যাচে তিনি করেছেন ৯২ গোল।

চেলসি কোচ টমাস টুখেলের অধীনে আগেও খেলেছেন অবামেয়াং। বরুসিয়া ডর্টমুন্ডে টুখেলের অধীনে আগুনে ফুটবল খেলেছেন তিনি। তাদের সেই রয়াসন চেলসিতেও দেখা যাবে বলে প্রত্যাশা ক্লাবটির সমর্থকদের।

কয়েক মাসের বার্সেলোনা ভ্রমণে লা লিগায় অবামেয়াং খেলেছেন ১৮ ম্যাচ। দারুণ পারফরম্যান্সে করেছেন ১৮ গোল। সব মিলিয়ে ২৩ ম্যাচে ১৩ লক্ষ্যভেদ তার।