X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

রিয়ালের বিপক্ষে ‘দাপুটে’ বার্সাকে দেখতে চান ফ্লিক

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৫, ২৩:০৭আপডেট : ১০ মে ২০২৫, ২৩:০৭

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল থেকে হৃদয়বিদারক বিদায়ের স্মৃতি মুছে ফেলে বার্সা খেলোয়াড়দের মানসিক শক্তি পুনরুদ্ধারের তাগাদা দিলেন কোচ হ্যান্সি ফ্লিক। দলকে শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে বললেন তিনি।

লা লিগা টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে চার পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সেলোনা। এখনও দুই দলের হাতে চার ম্যাচ আছে।

গত মঙ্গলবার ইন্টার মিলানের কাছে অতিরিক্ত সময়ের খেলায় হেরে ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে গেছে বার্সার। সম্ভাব্য চার শিরোপা জেতার আশাতেও ছেদ ঘটেছে তাদের। শনিবারের সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, ‘তারা (খেলোয়াড়) কী ভাবছে, তাদের অনুভূতি কী, সেসব নিয়ে আমরা কথা বলেছি। একটি দলের মধ্যে এসব নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ।’

রিয়ারের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে হবে বললেন তিনি, ‘সবাই জানে যে ক্লাসিকোতে আপনাকে খেলতে হবে সর্বোচ্চ পর্যায়ে থেকে, সেটাই আমাদের করতে হবে। আমরা সক্রিয় হতে চাই, আমরা মাঠে দলকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা নিয়ে (খেলতে) ও দাপট দেখতে চাই, যেমনটা সাধারণত থাকে। আমরা জানি (আমাদের বিপক্ষে) রিয়ালের সত্যিকারের অসাধারণ দল এটি।’

এই মৌসুমে তিনটি এল ক্লাসিকোতেই জিতেছে বার্সা। রবিবারের ম্যাচে হারলেও শীর্ষেই থাকবে তারা। কিন্তু ফ্লিক জয় ছাড়া অন্য কিছু চান না।

বার্সা কোচ বললেন, ‘আমরা এই ম্যাচ জেতার জন্যই খেলবো, টেবিল কোনও বিষয় নয়। (আমরা) এই ম্যাচে ফোকাস রাখছি, তিন পয়েন্ট পেতে সবটুকু দেবো। ক্লাসিকো আমাদের ভক্ত, বার্সা, খেলোয়াড়, আমার, আমার কোচিং স্টাফ- সবার  জন্য গুরুত্বপূর্ণ। তাদের বিপক্ষে খেলা ও প্রতিদ্বন্দ্বিতা করা দারুণ।’

আলেহান্দ্রো বালদে ও মার্ক কাসাদো ইনজুরি কাটিয়ে ফিটনেস টেস্টে পাশ করেছেন। মিডফিল্ডার কাসাদো হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে প্রায় দুই মাস মাঠের বাইরে। বালদে হ্যামস্ট্রিং সমস্যায় গত মাসে খেলেননি। ইনজুরি থেকে ফেরা রবার্ট লেভানডোভস্কি মঙ্গলবার ইন্টারের বিপক্ষে বদলি নেমেছিলেন।

ফ্লিক জানালেন, এই তিন খেলোয়াড়কেই বেঞ্চে রাখা হবে। তিনি মনে করিয়ে দিলেন, ‘এই ম্যাচের পর আমাদের আরও তিন ম্যাচ আছে।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
ইয়ামালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অ্যাওয়ার্ড জিতলেন দুয়ে
আরেক বিস্ময়বালকের সঙ্গে বার্সেলোনার চুক্তি!
২০৩১ সাল পর্যন্ত ইয়ামাল বার্সেলোনার
সর্বশেষ খবর
পটিয়ার ঘটনা আবার ঘটলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে: হাসনাত আবদুল্লাহ
পটিয়ার ঘটনা আবার ঘটলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে: হাসনাত আবদুল্লাহ
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
পোশাক রফতানি থেকে এলো ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার
পোশাক রফতানি থেকে এলো ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি