X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

রিয়ালের বিপক্ষে ‘দাপুটে’ বার্সাকে দেখতে চান ফ্লিক

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৫, ২৩:০৭আপডেট : ১০ মে ২০২৫, ২৩:০৭

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল থেকে হৃদয়বিদারক বিদায়ের স্মৃতি মুছে ফেলে বার্সা খেলোয়াড়দের মানসিক শক্তি পুনরুদ্ধারের তাগাদা দিলেন কোচ হ্যান্সি ফ্লিক। দলকে শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে বললেন তিনি।

লা লিগা টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে চার পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সেলোনা। এখনও দুই দলের হাতে চার ম্যাচ আছে।

গত মঙ্গলবার ইন্টার মিলানের কাছে অতিরিক্ত সময়ের খেলায় হেরে ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে গেছে বার্সার। সম্ভাব্য চার শিরোপা জেতার আশাতেও ছেদ ঘটেছে তাদের। শনিবারের সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, ‘তারা (খেলোয়াড়) কী ভাবছে, তাদের অনুভূতি কী, সেসব নিয়ে আমরা কথা বলেছি। একটি দলের মধ্যে এসব নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ।’

রিয়ারের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে হবে বললেন তিনি, ‘সবাই জানে যে ক্লাসিকোতে আপনাকে খেলতে হবে সর্বোচ্চ পর্যায়ে থেকে, সেটাই আমাদের করতে হবে। আমরা সক্রিয় হতে চাই, আমরা মাঠে দলকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা নিয়ে (খেলতে) ও দাপট দেখতে চাই, যেমনটা সাধারণত থাকে। আমরা জানি (আমাদের বিপক্ষে) রিয়ালের সত্যিকারের অসাধারণ দল এটি।’

এই মৌসুমে তিনটি এল ক্লাসিকোতেই জিতেছে বার্সা। রবিবারের ম্যাচে হারলেও শীর্ষেই থাকবে তারা। কিন্তু ফ্লিক জয় ছাড়া অন্য কিছু চান না।

বার্সা কোচ বললেন, ‘আমরা এই ম্যাচ জেতার জন্যই খেলবো, টেবিল কোনও বিষয় নয়। (আমরা) এই ম্যাচে ফোকাস রাখছি, তিন পয়েন্ট পেতে সবটুকু দেবো। ক্লাসিকো আমাদের ভক্ত, বার্সা, খেলোয়াড়, আমার, আমার কোচিং স্টাফ- সবার  জন্য গুরুত্বপূর্ণ। তাদের বিপক্ষে খেলা ও প্রতিদ্বন্দ্বিতা করা দারুণ।’

আলেহান্দ্রো বালদে ও মার্ক কাসাদো ইনজুরি কাটিয়ে ফিটনেস টেস্টে পাশ করেছেন। মিডফিল্ডার কাসাদো হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে প্রায় দুই মাস মাঠের বাইরে। বালদে হ্যামস্ট্রিং সমস্যায় গত মাসে খেলেননি। ইনজুরি থেকে ফেরা রবার্ট লেভানডোভস্কি মঙ্গলবার ইন্টারের বিপক্ষে বদলি নেমেছিলেন।

ফ্লিক জানালেন, এই তিন খেলোয়াড়কেই বেঞ্চে রাখা হবে। তিনি মনে করিয়ে দিলেন, ‘এই ম্যাচের পর আমাদের আরও তিন ম্যাচ আছে।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
জাবির সব দরজা খোলা: আনচেলত্তি
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর যে লক্ষ্য নির্ধারণ করেছে বার্সা
ইন্টারের কোচ হয়ে আমি ভীষণ আনন্দিত: ইনজাগি 
সর্বশেষ খবর
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
সরকারের সঙ্গে বৈঠকে হাসনাতসহ শীর্ষ নেতারা, সিদ্ধান্তের অপেক্ষায় শাহবাগের আন্দোলনকারীরা
সরকারের সঙ্গে বৈঠকে হাসনাতসহ শীর্ষ নেতারা, সিদ্ধান্তের অপেক্ষায় শাহবাগের আন্দোলনকারীরা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা: মধ্যরাতে জামায়াতের শোকরানা সভা
আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা: মধ্যরাতে জামায়াতের শোকরানা সভা
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’