ফিরতে পারে কোটি টাকার সুপার কাপ

কোটি টাকার সুপার কাপ টুর্নামেন্ট আবারও আয়োজন করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আগামী বছরের ২ থেকে ১৩ এপ্রিল এই টুর্নামেন্ট আয়োজন করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে আকর্ষণীয় এই টুর্নামেন্ট।  তবে সবকিছুই নির্ভর করছে স্পন্সর প্রাপ্তির ওপর। আজ পেশাদার লিগ কমিটির ওয়ার্কিং উপ কমিটির সভাতে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে সভায় প্রিমিয়ার ফুটবল লিগের দলবদল ও খেলার সূচি ঠিক হয়েছে। আগামী ৩ থেকে ৭ নভেম্বর হবে স্বাধীনতা কাপের বাছাইপর্ব। বিসিএল ও সার্ভিসেস দল নিয়ে হবে এই বাছাই পর্ব।

১৩ নভেম্বর থেকে হবে স্বাধীনতা কাপের মূল পর্ব। বিপিএলের ১১ দলের সঙ্গে বাছাইয়ের ৫টি দল নিয়ে হবে মূল পর্ব।

৯ ডিসেম্বর থেকে ১১ দল নিয়ে শুরু হবে প্রিমিয়ার লিগ। শুক্রবার ও শনিবার হবে লিগের ম্যাচ। আর লিগ চলাকালীন সময়েই হবে ফেডারেশন কাপ। প্রতি মঙ্গলবার হবে ফেড কাপের ম্যাচ। ২০ ডিসেম্বর থেকে ১৮ই জুলাই পর্যন্ত চলবে ফেডারেশন কাপ।

এর আগে প্রিমিয়ার লিগের দলবদল শুরু হবে ৮ অক্টোবর, শেষ হবে ৭ নভেম্বর। একটি দল ৫ বিদেশি রেজিস্ট্রেশন করতে পারবে। মাঠে খেলবে চার জন। দুই দল রেলিগেটেড হবে, দুই দল প্রোমোশন পাবে।